শিরোনাম
বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে এনডিবি ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইরানের পরমাণু কর্মসূচি গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত টেলিগ্রামকে রাশিয়ার ৮০ হাজার ডলার জরিমানা ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 April, 2025 23:33

যেসব দেশ যোগাযোগ করেছে, তাদের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা শিগগির: ট্রাম্প

যেসব দেশ যোগাযোগ করেছে, তাদের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা শিগগির: ট্রাম্প
মেইল রিপোর্ট :

শুল্ক নিয়ে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চেয়েছে, তাদের সঙ্গে শিগগিরই আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প লেখেন, চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে বুধবার থেকে দেশটির ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তার দাবির সঙ্গে বেইজিং যদি একমত না হয়, তাহলে চীনের সঙ্গে পরিকল্পনায় থাকা সব আলোচনা বাতিল করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের  শুল্কের বিরুদ্ধে কোনো দেশ পাল্টা ব্যবস্থা নিলে তাদের ওপর আরোপ করা প্রাথমিক শুল্কের ওপর দ্রুত নতুন এবং উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছিলেন তিনি। তারপরও চীন যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করেছে।

গত সপ্তাহে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন, যেটিকে তিনি তার ‘লিবারেশন ডে’ কর্মসূচির অংশ হিসেবে ঘোষণা করেন।  

ওই দিন তিনি যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর ন্যূনতম ১০ শতাংশ কর আরোপের কথাও জানান। জবাবে রোববার পাল্টা ব্যবস্থা নেয় বেইজিং।

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকির পর যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস ওয়াশিংটনের ‘দাদাগিরি’ ফলানোর অভিযোগ এনে বলছে, বেইজিং তাদের ‘ন্যায়সঙ্গত অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে’।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি ও প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে এ পদক্ষেপ বাণিজ্যযুদ্ধকে আরও গভীর করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আগের এক পোস্টে উল্লেখ করেন, জাপান শুল্ক নিয়ে আলোচনা করার জন্য একটি দল পাঠাচ্ছে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ট্রাম্পকে শূন্য শুল্কের চুক্তির প্রস্তাব দিয়েছেন।

উপরে