ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইরানের পরমাণু কর্মসূচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রেখে আসছে।
বুধবার (৯ এপ্রিল) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, তারা অতিরিক্ত ক্ষমতার অধীনে পাঁচটি সংস্থা ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থাও রয়েছে।
প্রকৃতপক্ষে এই পদক্ষেপটি প্রতীকী। কারণ যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরান ও বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা প্রয়োগ করে আসছে।
যদিও এই নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্রের চাপের নতুন একটি প্রদর্শন, যা চলতি সপ্তাহে ওমানে অনুষ্ঠিত আলোচনাগুলোর আগে আসছে।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরানি শাসনের পারমাণবিক অস্ত্রের প্রতি অবিবেচক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর হুমকি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বিপজ্জনক।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য রাখার কথা অস্বীকার করেছে। অপর দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও এখনো পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। তারা শুধু বলেছে, ইরান চাইলে দ্রুত বোমা তৈরি করতে সক্ষম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। এখন তিনি কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করলেও আলোচনা ব্যর্থ হলে বারবার শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন।
এ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, আলোচনা যদি বেশি সময় ধরে চলে, তবে সামরিক পদক্ষেপ ‘অনিবার্য’ হয়ে উঠবে।