‘ইমার্জেন্সি গাড়ি’ দেখলেই গতি কমাতে হবে অন্যদের
মেইল রিপোর্ট :
অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। জানা গেছে, চলতি মাসের ১ তারিখ থেকে সেই নিয়ম মানতে হচ্ছে চালকদের।
নীল ও লাল ফ্লাশিং লাইট প্রদর্শনকারী ‘ইমার্জেন্সি গাড়ি’ যখন রাস্তায় নিজের গাড়ির পাশে আসবে, তখন অন্যান্য যানবাহনগুলোকে অবশ্যই গতি কমিয়ে ঘণ্টায় ৪০ কিলোমিটারে নামিয়ে নিয়ে আসতে হবে।
জরুরি ভিত্তিতে চলা গাড়ির নিরাপত্তা বৃদ্ধির জন্যই মূলত এ ধরনের নিয়ম করা হয়েছে। ফলে সেই রাজ্যের রাস্তায় চলমান সব ধরনের গাড়ি এ নিয়ম মানতে বাধ্য হচ্ছে।
এছাড়া পথচারীদের জন্যও জায়গা ছেড়ে দিয়ে চলবে গাড়ি। নিয়ম অমান্য করলে চারশ ৪৮ ডলার জরিমানার পাশাপাশি তিন ডিমেরিট পয়েন্ট যোগ হবে। এছাড়া, সর্বোচ্চ দুই হাজার দুইশ ডলার জরিমানা হতে পারে।