শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 September, 2018 01:05

ছয় মিনিটে অন্তত পাঁচবার কেঁপে উঠলো নিউজিল্যান্ড

ছয় মিনিটে অন্তত পাঁচবার কেঁপে উঠলো নিউজিল্যান্ড
মেইল রিপোর্ট :

নিউজিল্যান্ডে সোমবার এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। দেশটিতে বেশ কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া পুরো নিউজিল্যান্ডজুড়ে সিরিজ ভূমিকম্প হয়েছে। 

নিউজিল্যান্ডের ভূতাত্ত্বিক ঝুঁকি তথ্যের প্রতিষ্ঠান জিওনেট জানিয়েছে, ব্যাপকতার দিক থেকে সবচেয়ে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯ মাত্রার। ওই ভূমিকম্পটি কেরমাডেক দ্বীপের কাছে আঘাত হানে। দ্বীপটি নিউজিল্যান্ডের উত্তরে অবস্থিত। তারা জানাচ্ছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৩০ কিলোমিটার।

তবে এটির গভীরতা ও নিউজিল্যান্ড থেকে দূরত্বের কারণে দেশটির মানুষ খুব একটা কম্পন অনুভূত করেনি।

শক্তিশালী এই ভূমিকম্পের পর পর নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে সতর্ক করে দিয়ে জানায়, এর কারণে সুনামি সতর্কতা জারি করা হতে পারে যা দেশটির ওপর প্রভাব ফেলতে পারে। যদিও পরে তারা জানায় যে, সুনামির কোনও ঝুঁকি নেই।

এদিকে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণাঞ্চলে সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। জিওনেট অন্তত চারটি মাঝারি মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। তারা জানাচ্ছে, ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আর্থার’স পাসের ৫০ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার। ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প মাতাউয়ির ১৫ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ১৫ কিলোমিটার। আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। পোনগরোয়ার ১৫ কিলোমিটার উত্তরপশ্চিমে আঘাত হানা এই ভূমিকম্পটির গভীরতা ছিল ৫ কিলোমিটার।

জিওনেটের রেকর্ড করা অন্য ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। আম্বেরলির ১০ কিলোমিটার পূর্বে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬ কিলোমিটার।

উপরে