শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 November, 2018 02:45

সিডনিতে বৈশাখী মেলা ৬ এপ্রিল

সিডনিতে বৈশাখী মেলা ৬ এপ্রিল
মেইল রিপোর্ট :

অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা ২০১৯ সালের বাংলা নববর্ষ উদযাপন করবে ৬ এপ্রিল শনিবার। ১৯৯৩ সালে বারউড স্কুল মাঠে অনুষ্ঠিত বৈশাখী এখন প্রশান্ত সাগরের পাড়ে সবচেয়ে বড় নববর্ষ উদযাপনে পরিণত হয়েছে।

গত বছর থেকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে। দীর্ঘদিন থেকে এই মেলা টেম্পি পার্কে অনুষ্ঠিত হওয়ার কারণে অনেকের কাছে এই প্রাণের উৎসব টেম্পি মেলা নামে পরিচিত।

বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার আয়োজনে, ২০১৯ সালের বৈশাখী মেলা নিয়ে রোববার সিডনির স্থানীয় রেস্টুরেন্টে আয়োজন করে মতবিনিময় সভা।

সভাপতি মাসুদ পারভেজ এবং আহ্বায়ক গাউসুল আজম শাহাজাদার আমন্ত্রণে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির শিক্ষক কাইউম পারভেজ, সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি, আইনজীবী ও গবেষক সিরাজুল হক, কাউন্সিলর মোহাম্মদ জামান এবং কাউন্সিলর মোহাম্মদ হুদা প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি, আইনজীবী ও গবেষক সিরাজুল হকের সঞ্চালনায় শুরুতে তিনি সংগঠনের ইতিহাস এবং বর্তমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বর্ণনা করেন। এরপর আহ্বায়ক গাউসুল আজম সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শুরু করেন।

সংগঠনের সভাপতি মাসুদ পারভেজ সিডনির সবাইকে এই মেলাকে সফল করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন এটা ছিল একমাত্র সর্বজনীন বৈশাখী মেলা। প্রশান্ত মহাসাগরের তীরে একমাত্র নববর্ষ উদযাপন করা এই সংগঠনের বর্তমান আহ্বায়ক জনাব আজম শাহজাদার প্রশংসা করেন।

নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে এই মতামত অনুষ্ঠানে সাবেক সভাপতি ও সংস্কৃতি শিক্ষানুরাগী ডক্টর কাইয়ুম পারভেজ প্রথম বৈশাখী মেলার বর্ণনা ও স্মৃতিচারণ করে বলেন, যখন আমরা এই মেলা শুরু করি তখন আমরা দর্শকদের জন্য ইলিশ মাছের ব্যবস্থা করি। মেলা প্রাঙ্গণে বসে থাকতাম কখন একজন প্রবাসী বাংলাদেশি আসবে আর আমরা পাঁচজন দৌড় দিয়ে তাকে আপ্যায়ন করতাম। আজকে সেই বৈশাখী মেলা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অনেক বড় মিলনমেলা। বিভিন্ন সামাজিক সংগঠক ছাড়াও বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

উপরে