ঢাকা থেকে তদন্ত দল নেপালে
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) একটি দল নেপাল গেছে।
বিমানবন্দরটি খুলে দেয়ার পর ঢাকা থেকে দলটি কাঠমান্ডুর পথে রওয়ানা হয়। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটির সব ফ্লাইট বাতিল করা হয়েছিল।
এর আগে সোমবার সংবাদ সম্মেলনে তদন্ত দল নেপাল যাবার কথা জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান।
তিনি বলেন, তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
নাইম হাসান জানান, নিয়ম অনুসারে এ ঘটনার তদন্ত করবে নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশের তদন্ত দলটি নেপালের সঙ্গে কাজ করবে।
ইউএস বাংলার উড়োজাহাজটিতে ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ছিলেন ৬৭ এবং ক্রু ছিলেন চারজন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।
সব শেষ খবরে জানা যায়, ইউএস বাংলা এয়ারলাইন্স BS-211 ফ্লাইটটি দুর্ঘটনায় ২ শিশুসহ ৪৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।