প্রিয় ক্যাম্পাসে ফিরলেন জাফর ইকবাল
চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে সিলেট ফিরলেন জনপ্রিয় লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবাল।
বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি বিমানে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এসময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
এসময় সঙ্গে ছিলেন জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যান। সেখানে বিকেলে মুক্তমঞ্চে সংবর্ধনায় যোগ দেয়ার কথা রয়েছে তার।
গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল নামের এক যুবক। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে ওইদিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমইচ হাসপাতালে ভর্তি করা হয়।