শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 March, 2018 01:29

বিশ্বের সবচেয়ে ‘নিরামিষভোজী’ বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ‘নিরামিষভোজী’ বাংলাদেশ
মেইল রিপোর্ট :

বিশ্বের সবচেয়ে নিরামিষভোজী দেশ বাংলাদেশ বলে টেলিগ্রাফের এক সমীক্ষায় উঠে এসেছে। ২৬ মার্চ প্রকাশ করা এই প্রতিবেদনে মাংস বেশি ও কম গ্রহণ করা দেশগুলোর তালিকা উঠে আসে।

টেলিগ্রাফের সমীক্ষায় উঠে আসে, বাংলাদেশের প্রতিটি ব্যক্তি বছরে ৪ কেজি মাংস গ্রহণ করে। এরপরই আছে ভারত (৪.৪ কেজি), বুরুন্ডি(৫.২ কেজি) ও শ্রীলংকা (৬.৩ কেজি)। মাংস কম খাওয়া দেশগুলোর তালিকায় সেরা দশ এ এরপরই আছে রুয়ান্ডা, সিয়েরা লিওন, ইরিত্রিয়া, মোজাম্বিক, গাম্বিয়া ও মালাওই।

এই সমীক্ষায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের একজন অধিবাসী বছরে ১২০.২ কিলো মাংস গ্রহণ করেন। দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত (১১৯.২)। এরপর অস্ট্রেলিয়া ( ১১১.৫), বাহমা (১০৯.৫), লুক্সেমবার্গ (১০৭.৯), নিউজিল্যান্ড (১০৬.৪), অস্ট্রিয়া (১০২), ফ্রান্স পোলেনেশিয়া (১০১.৯), বারমুডা ( ১০১.৭) এবং আর্জেন্টিনা (৯৮.৩)।
সমীক্ষায় দেখা যায়, মাংসভোজী দেশগুলোর মধ্যে বেশিরভাগ নাগরিকই স্থুলতায় ভুগছেন। স্থুলতায় ভোগা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র ১২তম, কুয়েত ৯ম, বাহামা ১০ম, নিউজিল্যান্ড ২৪তম ও অস্ট্রেলিয়া ২৬তম। অন্যদিকে স্থুলতামুক্ত থাকা দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেলিগ্রাফ জানায়, মাংস কম গ্রহণ করা বাংলাদেশের মানুষের স্থুলতামুক্ত থাকার অন্যতম কারণ।

একনজরে বাংলাদেশের আরো কিছু বিষয়:
১. মৃত্যুদন্ড বহাল থাকা বিশ্বের ৫৮টি দেশের একটি দেশ বাংলাদেশ।
২. বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত বাংলাদেশে। ২০১৭ সালে বাংলাদেশ আন্তর্জাতিক সার্ফিং এসোসিয়েশনে যোগ দেয়।
৩. বিশ্বের ঘনবসতিপূর্ণ ও বিপুল পরিমাণ জনগোষ্ঠির এই দেশটি এখন পর্যন্ত অলিম্পিক মেডেল পায় নি।
৪. ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত ও ঘনবসতিপূর্ণ শহর।
৫. সমুদ্রপৃষ্ঠ থেকে এটি মাত্র ৮.৫ মিটার উচুঁ। যা বিশ্বের ১০টি দেশের মধ্যে অন্যতম।
৬. অধিক জনসংখ্যা, দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের হুমকির মুখে থাকা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বের সুখী দেশগুলোর একটি।

উপরে