বিনাটিকিটে ভ্রমণে ১০২৪ জনের জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেলে ভ্রমণের দায়ে ১০২৪ যাত্রীর কাছ থেকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার (০৭ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সর্দার সাহাদাত আলীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ রেলওয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্দার সাহাদাত আলী বাংলানিউজকে বলেন, সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১৪টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়।
এ সময় বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১০২৪ যাত্রীর কাছ থেকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।