কোটা সংস্কারে ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী
চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করতে রাত পৌনে একটার দিকে চারুকলা চত্বরে যান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এ সময় তিনি বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে।
বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন। খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে।
তবে এ সময় আন্দোলনকারীরা তা মানতে অপারগতা জানায়। ঠিক তখনই পুলিশ সেখানে টিয়ারসেল নিক্ষেপ করে। তখন জাকিরসহ আন্দোলনকারী ও ছাত্রলীগের সবাই ছত্রভঙ্গ হয়ে য়ায়। পরে জাকির হোসাইন চারুকলায় আশ্রয় নেন।
এদিকে, কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরতদের সোমবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এছাড়া তিনি শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানান।
রোববার দিবাগত রাতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
এসময় নানক বলেন, আমি সরকারের পক্ষ থেকে এসেছি। কোটা পদ্ধতি দীর্ঘসময় ধরে চলে আসছে। এটি সংস্কার নিয়ে সাধারণ ছাত্ররা যে আন্দোলন করছে, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আমাদের কখনো কাম্য নয়।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনা করার জন্য। সোমবার সকাল ১১টায় সাধারণ সম্পাদক আলোচনায় বসবেন। কখন-কিভাবে, কতজন আলোচনায় বসবে সেটা তাদের সঙ্গে আলাপ করে নির্ধারণ করা হবে।
নানক আরো বলেন, এ আন্দোলন নিয়ে কেউ কেউ গুজব ছড়াচ্ছে, আবু বকর নামে এক ছাত্র নাকি মারা গেছেন। আবু বকর নামে কোনো ছাত্র মারা যান নি। এসময় সেখানে উপস্থিত আবু বকর সাংবাদিকদের বলেন, আমি মাথায় এবং বুকে সামান্য আহত হয়েছি।
এদিকে শাহবাগ থানায় আটক শিক্ষার্থীদের বিষয়ে এক প্রশ্নে জবাবে নানক বলেন, এ ঘটনায় আটক সব শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হবে।
এসময় ছাত্রলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সেখানে উপস্থিত ছিলেন।