গুগল ডুডলে বাংলা নববর্ষ
নিজস্ব প্রতিবেদক :
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। এ চিরায়ত উৎসব আয়োজনের কোনো কমতি নেই আমাদের। ঐতিহ্যবাহী এ উৎসব উদযাপনে কিন্তু পিছিয়ে নিই সার্চ ইঞ্জিন গুগলও।
হাতির নকশা আর মঙ্গল শোভাযাত্রার প্রতীকী ছবি দিয়ে সাজানো হয়েছে গুগল ডুডলকে। গুগলের হোম পেজেই রয়েছে লোগোটি।
বিশেষ দিনে বিভিন্ন দেশের জন্য হোমপেইজে আলাদা ডুডল দিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন। ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়।
১৯৯৮ সাল থেকে বিভিন্ন দেশের জাতীয় দিবস বা বিশ্বব্যাপি পালিত আন্তর্জাতিক দিবসগুলোতে হোম পেজে এই পরিবর্তন আনে গুগল।
বাংলাদেশের এ বছরের স্বাধীনতা দিবসটিতেও তার লোগোতে লাল-সবুজের জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে উদযাপন করেছিল গুগল।