দাফনের আগে গোসলের সময় কেঁদে উঠল মৃত নবজাতক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা এক নবজাতককে আজিমপুর কবরস্থানে গোসল ঘরে গায়ে পানি দেয়ার সময় নড়েচড়ে চিৎকার দিয়ে ওঠে।
মৃত মেয়ে নবজাতকটি জীবিত হয়ে যাওয়ায় স্বজনরা দ্রুত অাজিমপুর শিশু মাতৃসদনে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. অাব্দুল অাজিজ নবজাতকের চিকিৎসা দিচ্ছেন। তিনি জানিয়েছেন, নবজাতকের ওজন প্রায় এক কেজি। তার হার্ট অত্যন্ত দুর্বল। তাকে করোনারি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজিমপুর কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম বলেন, নবজাতকের মামা কনস্টেবল শরীফুল ইসলাম দাফনের জন্য সকালে অাজিমপুর কবরস্থানে অাসেন। কবরস্থানের নিবন্ধন বইয়ে নবজাতকের নাম লেখা হয়েছে মীম। তার মায়ের নাম শারমিন। বাড়ি ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর গ্রামে। সকালে নবজাতকের লাশের গোসল করাচ্ছিলেন ইয়াসমিন। এসময় নবজাতক চিৎকার করে কান্না করলে, ওই নারী ছুটে এসে তার কাছে খবর দেয়। এরপর নবজাতকের মামা নবজাতকটিকে নিয়ে হাসপাতালে রওয়ানা দেন।