শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 May, 2018 23:34

ওআইসির ঢাকা ঘোষণায় আপত্তি পাকিস্তানের, প্রতিবাদ বাংলাদেশের

ওআইসির ঢাকা ঘোষণায় আপত্তি পাকিস্তানের, প্রতিবাদ বাংলাদেশের
ঢাকা অফিস :

সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান। এদিকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

সোমবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আপত্তির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্মেলন সমাপ্ত হওয়ার পূর্ব মুহূর্তে ঢাকা ঘোষণা প্রকাশ করে আয়োজক দেশ। এতে শুধু তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এনিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা বা দরকষাকষি করা হয়নি।

আরও বলা হয়েছে, সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। তবে এই সম্মেলন সমাপ্তির মাত্র কিছুক্ষণ আগে ঘোষণাপত্রটি সরবরাহ করা হয়।

এদিকে ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তান হাইকমিশনের আপত্তির প্রতিবাদ জানিয়ে এদিন রাতে বাংলাদেশ সরকারের পক্ষে একটি বিবৃতি দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকায় সমাপ্ত হওয়া ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন নিয়ে পাকিস্তান যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।

আরও বলা হয়েছে, ঢাকা ঘোষণার আসল খসড়া ওআইসি সচিবালয় থেকে গ্রহণ করা হয়। পরে সদস্য দেশ, ওআইসি সংশ্লিষ্ট সংস্থা ও স্বাগতিক দেশের পক্ষ থেকে সেখানে কিছু অতিরিক্ত অনুচ্ছেদ প্রস্তাব করা হয়।

কাউন্সিল কর্তৃক গৃহীত হওয়ার আগেই এসব প্রস্তাব খসড়া ঘোষণায় যোগ করা হয় বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে।

উল্লেখ্য, গত শনিবার ও রোববার ঢাকায় ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামি মূল্যবোধ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন।

সম্মেলনে সদস্য দেশের প্রতিনিধিরা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেইসঙ্গে তাদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তারা।

উপরে