একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা অক্টোবরে
চলতি বছরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষের দিকে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিব বলেন, বাসাইল পৌরসভা একটি ছোট পৌরসভা। তারপরও ইসি প্রত্যেকটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বাসাইল পৌরসভাসহ সিটি নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আশা করছি, আগামী ৩০ জুনের নির্বাচন গ্রহণযোগ্য হবে।
শনিবার দুপুরে টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে জেলার বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় যোগ দেন তিনি।
বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক খান নুরুল আমীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র্যাব-১২ এর সিপিসি-৩ কমান্ডার মেজর রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল থানার ওসি আনিচুর রহমান প্রমুখ।