শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 June, 2018 19:06

সড়ক দুর্ঘটনা বন্ধে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

সড়ক দুর্ঘটনা বন্ধে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
ঢাকা অফিস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইওয়েতে একটানা সর্বোচ্চ ৫ ঘন্টা গাড়ী চালানোর বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

তিনি অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের (ড্রাইভার) জন্য নির্দিষ্ট দূরত্বে বিকল্প চালক, বিশ্রামাগার ও সার্ভিস সেন্টারের ব্যবস্থারও নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী আজ সোমবার মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে আলোচনায় যথেচ্ছা রাস্তা পারাপার বন্ধ ও সিগনালিং সিস্টেম কার্যকর করার নির্দেশ দেন।

বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, সভার শুরুতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা বন্ধে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ এবং দূরের যাত্রায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থাসহ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী পথচারীদের জন্য জেব্রা ক্রসিংয়ের ব্যবহার এবং চালক ও যাত্রীর জন্য সিট বেল্ট বাধা বাধ্যতামূলক করা এবং সড়ক পরিবহন ব্যবস্থা মনিটরিংয়ের জন্য ৩ জন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও নৌ-পরিবহন মন্ত্রী মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন এবং তারা সময়ে সময়ে বৈঠক করবেন।

মন্ত্রিসভা ২০১৮ সালের ১০ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৭ম এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া এবং এর মাধ্যমে দেশের জন্য এ ধরনের প্রথম আন্তর্জাতিক সম্মান অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানায়।

মন্ত্রিপরিষদ আজ ‘ন্যাশনাল পারফরমেন্স ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট, ২০১৮’ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই আইনের লক্ষ্য হচ্ছে স্থানীয় ও বৈদেশিক বাজারের উপযোগী দক্ষ জনশক্তি তৈরির জন্য তাদের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধির উন্নয়নে সহায়তা করা।

এই আইনের আওতায় কর্তৃপক্ষ স্থানীয় ও বৈদেশিক বাজারের জন্য দক্ষ জনশক্তির উন্নয়নে একটি জাতীয় কৌশল ও নীতিমালা প্রণয়ন করবে। এছাড়া কর্তৃপক্ষ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কারিকুলাম ও প্রশিক্ষণ ম্যানুয়েল তৈরি এবং তা বাস্তবায়নে সমন্বয়, মনিটরিং ও মূল্যায়ন করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার মনোনীত একজন নির্বাহী চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে এই কর্তৃপক্ষ গঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নির্বাহী কমিটির নেতৃত্বে থাকবেন।

চেয়ারপার্সন হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কর্তৃপক্ষের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পরিচালনা পর্ষদ থাকবে। এতে ভাইস-চেয়ারম্যান হিসেবে থাকবেন অর্থমন্ত্রী এবং বাণিজ্য, জনপ্রশাসন, শিক্ষা এবং বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সদস্য হিসেবে থাকবেন।

মন্ত্রিপরিষদ রেজিস্ট্রেশন ছাড়া সার উৎপাদন, আমদানি ও ব্যবসার কারণে কঠিন শাস্তির বিধান রেখে ‘সার ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০১৮’-এরও সম্মতি দিয়েছে। নতুন এই আইন অনুযায়ী কৃষি সচিবকে চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে সদস্য করে ১৭ সদস্যবিশিষ্ট ‘ন্যাশনাল ফার্টিলাইজার স্ট্যান্ডারডাইজেশন কমিটি’ গঠন করা হবে। কমিটি সারের গুণগতমানের প্রতি দৃষ্টি রাখবে।

নতুন আইনে রেজিস্ট্রেশন ছাড়া সার উৎপাদন, আমদানি, ব্যবসা ও সার মজুদের কারণে দুই বছরের শাস্তি ও ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধানের কথা বলা হয়েছে। বর্তমান আইনে যা ৬ মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

উপরে