শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 July, 2018 02:04
সংসদে সৈয়দ আশরাফ

সরকারি চাকরিতে শূন্যপদ ২ লাখ ৯০ হাজার ৩৪৮টি

সরকারি চাকরিতে শূন্যপদ ২ লাখ ৯০ হাজার ৩৪৮টি
ঢাকা অফিস :

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বর্তমানে শূন্যপদের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৪৮টি। এসব শূন্যপদ পূরণে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। 

সোমবার সংসদে সরকারি দলের সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন (নাছিম)-এর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।

সৈয়দ আশরাফ সংসদকে জানান,  শূন্য পদের মধ্যে অর্থ বিভাগে ৫ হাজার ৯৪টি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে২ হাজার ৪৫০, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ৬৯টি, অভ্যন্তরীন সম্পর্ক বিভাগে ৮ হাজার ৮২৩টি, আপন বিভাগে ৬৬টি, আইন ও বিচার বিভাগে ১ হাজার ৬০৭টি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ২৮৩টি, কৃষি মন্ত্রণালয়ে ১৩ হাজার ১৫৫টি, খাদ্য মন্ত্রণালয়ে ৫ হাজার ২৮৪টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ২ হাজার ৯৫০টি, জন বিভাগে ৩১টি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৫৯৩টি, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে ৬ হাজার ৯৩২টি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৭ হাজার ২৩৮টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ৫৫৪টি, তথ্য মন্ত্রণালয়ে ২ হাজার ৭২৩টি।

এছাড়া  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৯৬০টি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ২২৫টি, নৌ পরিবহন মন্ত্রণালয়ে ৯ হাজার ৩৪৮টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৩৩১টি, পরিকল্পনা বিভাগে ২০২টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ৪ হাজার ২৮০টি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ২ হাজার ২২৫টি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ২ হাজার ১৬৫টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ হাজার ২৬৬টি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ১০৫টি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬৫২টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১ হাজার ৫৮৯টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪১ হাজার ৮৬৯টি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ৬ হাজার ১টি।

বাণিজ্য মন্ত্রণালয়ে ৬৪০টি, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ১০৩টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ২ হাজার ৪১৯টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১ হাজার ১৭৩টি, বিদ্যুৎ বিভাগে ২ হাজার ৫১৪টি, ভূমি মন্ত্রণালয়ে ৪ হাজার ৮৬৫টি, মন্ত্রী পরিষদ বিভাগে ৪৮৩টি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৮৯৪টি, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ৪ হাজার ৪২৫টি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ৪৪৫টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ১ হাজার ৪৮৯টি, রেলপথ মন্ত্রণালয়ে ১৫ হাজার ৫২৫টি, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ১১৬টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ১২ হাজার ৮৩৭টি, শিল্প মন্ত্রণালয়ে ৯ হাজার ৮০৪টি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৯৬০টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৭ হাজার ৪৬১টি, সেতু বিভাগে ৬৮টি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ৭৯২টি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৫৭৪টি, স্থানীয় সরকার বিভাগে ৫ হাজার ৫৩৫টি, সুরক্ষা সেবা বিভাগে ৪ হাজার ৬২০টি, স্বাস্থ শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ৮ হাজার ৫৭টি, স্বাস্থ্য সেবা বিভাগে ৩৪ হাজার ৯২৩টি এবং জননিরাপত্তা বিভাগে সর্বোচ্চ ২৮ হাজার ৩৫০টি পদ শূন্য রয়েছে।

উপরে