পাঁচদিনে প্রতিমন্ত্রী পলকের পাঁচ স্বজনের মৃত্যু
গত পাঁচদিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পাঁচ স্বজনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দুইটা ৫৪ মিনিটে তিনি তার ফেসবুক ফ্যানপেজে এই তথ্য জানিয়ে এক পোস্টে মৃতদের জান্নাত কামনা করেন। এসময় তিনি মরদেহের কফিন ও জানাজার চারটি ছবিও দেন।
জুনাইদ আহমেদ পলক লেখেন, গতকাল রাজশাহীর গোদাগাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজি কেয়াসহ তার দুই শিশুসন্তান রেহান এবং রাইশা মৃত্যুবরণ করেছে। জামাই গুরুতর আহত হয়। একই ঘটনায় গাড়িচালক পুলক এবং গৃহপরিচারিকা নাজমাও মারা যায়।
তিনি লেখেন, মাত্র তিনদিন আগে একদিনে কিবরিয়া ভাই ও নজু ভাই মারা গেলেন। তাদের জানাজা, দাফন সম্পন্ন করে স্বামীর কর্মস্থলে ফেরার পথে কবির ভাইয়ের মেয়ে কেয়া এই মারাত্মক দুর্ঘটনার শিকার হল।
সকলের কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাত নসীব করেন। পরিবারের সদস্যদের যেন শোক সইবার শক্তি দেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী পলকের খালাতো ভাই আলহাজ গোলাম কিবরিয়া (৬৩) এবং আলহাজ আবুল কালাম আজাদ ওরফে নজু(৫২) ও বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।