শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 August, 2018 17:51

ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন

ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন
ঢাকা অফিস :

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হেলালুদ্দীন আহমেদ। 

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এক বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট অনুষ্ঠিত হবে, এটা ধরে নিয়েই কমিশন কাজ করছে। বাকিটা ইসির কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ইসির কমিশন বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে ইসি সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে তিনশ আসনের ভোটার তালিকা, ভোটকেন্দ্র, ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী কেনাকাটা, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও নির্বাচন কর্মকর্তা, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনার দরকার রয়েছে। আবার নির্বাচনে যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন, তাদের কর্তৃত্ব কতটুকু হবে; জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, কার কী ভূমিকা থাকবে- এসব বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করে সবাইকে জানানো হবে। এসব বিষয়গুলো নিয়ে পরবর্তী কমিশন সভায় আলোচনা হবে।’

হেলালুদ্দীন আহমেদ বলেন, এরই মধ্যে আমাদের ভোটার তালিকার কাজ শেষ হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ৪২ হাজার ভোটকেন্দ্র আছে, আরও ৫ হাজার ভোটকেন্দ্র বাড়তে পারে। এগুলোর খসড়া তালিকা জেলা-উপজেলা পর্যায় থেকে প্রকাশ করা হয়েছে।’ তিনি আরও বলেন, যারা কমিশনের স্টেকহোল্ডার আছেন, তারা এগুলো দেখবেন। এতে কোনো আপত্তি থাকলে শুনানি নেওয়া হব এবং সরেজমিনে তদন্ত করে নিস্পত্তি করে গেজেট আকারে প্রকাশ করে কমিশনে পাঠানো হবে।

ইসি সচিব বলেন, আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। এ বিষয়টি নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন-এর মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত সকল তথ্য ও নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করে।  

এ নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করে এবং আওয়ামী লীগ ও সতন্ত্রসহ ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়।

এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ-এর নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে। তাতেও বিজয়ী হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সে হিসেবে ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। 

উপরে