শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 August, 2018 01:09

যুক্তফ্রন্ট ও গণফোরামের জাতীয় ঐক্য গড়ার সিদ্ধান্ত

যুক্তফ্রন্ট ও গণফোরামের জাতীয় ঐক্য গড়ার সিদ্ধান্ত
ঢাকা অফিস :

সরকার বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার সিদ্ধান্তে একমত পোষণ করেছে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের শরীক তিন দল ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।

সোমবার রাতে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত চার দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে জাতীয় ঐক্য গড়ে তুলতে অভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং ঈদের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তা দেশবাসীর সামনে উপস্থাপনেরও সিদ্ধান্ত হয়।

অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন ছাড়াও যুক্তফ্রন্টের শরীক জাতীয় সমাজতান্ত্রিক দলের- জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

রাত সাড়ে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে আগামী ২২ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ড. কামাল হোসেন আহুত মহাসমাবেশে যুক্তফ্রন্ট নেতাদের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করা হয়।

বৈঠক শেষে জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন যুগান্তরকে বলেন, দেশে আইনের শাসন ও গনতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি সবদলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আদায়ের দাবিতে যুক্তফ্রন্ট এবং গণফোরাম মিলে সরকার বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এর আগে একটি অভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হবে। এই কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হবে।

উপরে