শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 September, 2018 02:12

পাবনায় সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার

পাবনায় সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার
ডুবে যাওয়া নৌকা দেখতে স্থানীয়দের ভিড়।
ঢাকা অফিস :

চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে একজনের এবং শনিবার দুইজনের লাশ উদ্ধার করা হয়। 

শুক্রবার সন্ধ্যার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নৌকার ছইয়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বিলের পরিবেশ।

প্রত্যক্ষদর্শী পাইকপাড়া গ্রামের আশরাফ আলীর স্ত্রী শাহনাজ পারভীন ও আবদুস সামাদের ছেলে সুমন হোসেন জানান, সূর্য ডোবার ঠিক পূর্ব মুহূর্তে নৌকার ছইয়ের ওপর দাঁড়িয়ে বেশিরভাগ যাত্রী মোবাইল ফোনে সেলফি তোলার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। ছই ভেঙে নৌকাটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। তাৎক্ষণিক ১৭ জনকে উদ্ধার করতে পারলেও ছইয়ের নিচে বসে থাকা পাঁচজনকে উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিস ও ডুবুরী দল শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদীর মোশারফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারুল (৩৮) এবং দুপুর দেড়টার দিকে স্বপন বিশ্বাসের কন্যা সাদিয়া খাতুনের (১০) লাশ উদ্ধার করে। এর আগে শুক্রবার রাত সোয়া ১টার দিকে ঈশ্বরদীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণির স্ত্রী মমতাজ পারভীন শিউলীর লাশ উদ্ধার করা হয়। এই নৌকাডুবির ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন ঈশ্বরদীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল বেলাল গণি ও ঈশ্বরদী আমবাগান এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস।

রাজশাহী থেকে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার উদ্ধার কাজ শুরু করে। ডুবুরী দলের প্রধান মো. নুরুন্নবী জানান, বাকি লাশগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত তারা উদ্ধার কাজ চালিয়ে যাবেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত নৌকাটি তারা উদ্ধার করেছেন।

খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার তৎপরতার খোঁজখবর নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এছাড়া দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল।

অসীম কুমার জানান, বাকীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালানো হবে। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়া প্রথম উদ্ধারকাজে অংশ নেয়া কিশোর সুমন হোসেনকে নগদ পাঁচ হাজার টাকা ও তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক।

লাশগুলো ঈশ্বরদীতে আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।খবর পেয়ে ঘটনাস্থলে যান ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। গভীর রাত পর্যন্ত তিনি সেখানে ছিলেন।

জানা গেছে, কুষ্টিয়ার কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা নৌকা ভ্রমনে বের হন। ২২ জন সদস্যকে নিয়ে শুক্রবার সকালে ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া ঘাট থেকে নৌকা ভাড়া করে তারা চলনবিল ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। তাড়াশ উপজেলা ভ্রমণ শেষে সন্ধ্যায় চাটমোহরে ফেরার পথে হান্ডিয়ালের পাইকপাড়ায় এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন।

উপরে