শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 September, 2018 18:55

বাণিজ্য গতিশীল করতে ভারতে বাংলাদেশি প্রতিনিধি দল

বাণিজ্য গতিশীল করতে ভারতে বাংলাদেশি প্রতিনিধি দল
ঢাকা অফিস :

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে পেট্রাপোল বন্দরে বৈঠকে গেছেন বাংলাদেশি প্রতিনিধি দল।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, বাংলাদেশ স্থলবন্দর এমপ্লোয়েজ ইউনিয়নের সহ-সভাপতি মনির মজুমদার, বেনাপোল সিআ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের  সভাপতি মফিজুর রহমান সজন, সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, সাবেক সিআ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, সিআ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বন্দরের পণ্য খালাসকারী ঠিকাদার প্রতিষ্ঠান ড্রপ কমিউকেশনের প্রতিনিধি ওহিদুজ্জামান ওহিদ, এসআইএস লজেস্টিকের প্রতিনিধি সুলতান আহম্মেদ বাবু, ৮৯১ বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি প্রমুখ।

জানা যায়, বেনাপোল বন্দর থেকে ভারতের বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৩ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে প্রথম থেকেই ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য সম্পাদন ও যাত্রীদের যাতায়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

এতে প্রশাসনিক সেবা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক হচ্ছে। এসব সমস্যা সমাধান নিয়ে দুই দেশের প্রশাসনিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশি প্রতিনিধি দল দুপুরে বেনাপোল নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতের পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার রমেশ্বর মিনাসহ ব্যবসায়ী নেতারা তাদের অভ্যর্থনা জানান। 

পরে তারা অতিথিদের পেট্রাপোল বন্দর অডিটোরিয়ামের বৈঠকস্থলে নিয়ে যায়।  সেখানে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উপরে