শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 September, 2018 11:09

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কেবিন ক্রুর মদপান, ২ কর্মকর্তা গ্রাউন্ডেড

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কেবিন ক্রুর মদপান, ২ কর্মকর্তা গ্রাউন্ডেড
ঢাকা অফিস :

মদপানের অভিযোগে ভিভিআইপি ফ্লাইট থেকে বাদ পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মাসুদা মুফতি।পাশাপাশি তাকে গ্রাউন্ডেড করা হয়েছে।

এদিকে এ সংক্রান্ত তথ্য গোপন করায় ফ্লাইট সার্ভিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) নুরুজ্জামান রঞ্জুকে গ্রাউন্ডেড করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইটের আগে কেবিন ক্রু মাসুদা মুফতির ডোপ টেস্টে পজিটিভ হওয়ার তাকে সেই ভিভিআইপি ফ্লাইট ডিউটি থেকে অব্যাহতি সহ গ্রাউন্ডেড করা হয়েছে।

এছাড়া এ সংক্রান্ত তথ্য গোপন করায় ফ্লাইট সার্ভিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) নুরুজ্জামান রঞ্জুকে গ্রাউন্ডেড করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিভাগীয় তদন্ত চলছে।
বাংলাদেশ বিমান সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফ্লাইটের দিন ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মেলার পরও পরদিন সিঙ্গাপুর রুটে দায়িত্ব পালন করেন মাসুদা মুফতি। কিন্তু বিমানের নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে প্রমাণ মিললে কোনও ব্যক্তিকে পরবর্তী ৯০ দিন কোনও ডিউটি না দেওয়ার বিধান রয়েছে। মাসুদা মুফতির ডোপ টেস্টের তথ্য ডিজিএম নুরুজ্জামান রঞ্জু ফ্লাইট শিডিউল বিভাগকে জানাননি।

প্রসঙ্গত, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ২১ সেপ্টেম্বর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। আগামী ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

উপরে