কাকরাইলে আবারও তাবলিগের দুই গ্রুপ মুখোমুখি
কাকরাইলে আবারও তাবলিগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার রাতে।
সাদপন্থীরা কাকরাইল মসজিদের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয় সাদ বিরোধীরা। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। পুরো এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।
সাদপন্থী তাবলিগ জামাতের এক মুরুব্বি যুগান্তরকে জানান, প্রতি বৃহস্পতিবার রাতে বিশ্বব্যাপী তাবলিগ জামাতের শবগুজারি অনুষ্ঠিত হয়। কিন্তু আজ (বৃহস্পতিবার) আসরের নামাজের পর থেকে পুলিশ কাকরাইল মসজিদে ঢুকতে মুসল্লিদের বাধা দেয়। পুলিশ ওখানে স্লিপ দেখে দেখে হেফাজতপন্থী মাদ্রাসার ছাত্রদের শুধু ঢুকতে দিয়েছে।
তিনি জানান, মাগরিব ও এশার নামাজসহ সব আমল (তাবলিগের নিয়ম অনুযায়ী) রাত ১০টা পর্যন্ত কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকার রাস্তার একপাশ বন্ধ করে করা হয়েছে। তারা আবারও ফজরের নামাজ এখানে এসে পড়বেন বলে জানিয়েছেন তাবলিগের ওই মুরব্বি।
এ ব্যাপারে রাত ১০টার দিকে রমনা থানার এসআই তাসপ বলেন, দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।