শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 September, 2018 02:13

পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’: কাদের

পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’: কাদের
ঢাকা অফিস :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংক সরে যাওয়ার পর শেখ হাসিনা যে সাহসিকতা দেখিয়েছেন; জনমত জরিপে, সংসদে, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সারাদেশের মানুষের একই কথা পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করা হোক।তাই পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করা হবে। 

শনিবার বেলা পৌনে ২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা প্রান্তের সিনোহাইড্রোর জাজিরা ঘাটে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৩ অক্টোবর পদ্মা সেতুর সার্বিক ৬০ ভাগ কাজ সম্পন্ন হবে। আর এই ৬০ ভাগ কাজের মধ্যে পদ্মা সেতুর মাওয়া থেকে মাদারীপুরের ভাঙ্গা পর্যন্ত অ্যাপ্রোচ সড়ক, ১ হাজার ৩০০ মিটার নদী রক্ষা কাজ, রেলের পদ্মা সেতুতে রেলওয়ে বক্স স্ল্যাব, ছয় লেন অ্যাপ্রোচ রোডের আগামী ১৩ অক্টোবর (শনিবার) উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি যা বলি তাই লিখবেন, তাই প্রচার করবেন। সেদিন আমি বলেছিলাম চারদিকে অশুভ শক্তির পদধ্বনি অথচ রাতে টকশোতে দেখলাম চারিদিকে অশনিসংকেত। আমি বলেছি বিএনপি ঢাকা দখলের চেষ্টা করলে জনগণ নিয়ে অচল করে দেব। অথচ মিডিয়াতে প্রচার করা হয়েছে হাত পা ভেঙে দেব। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ও মাদারীপুর জেলার জেলার প্রশাসক, এসপিসহ সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপরে