কুমিল্লায় তাবলিগের মাওলানা সা’দকে নিষিদ্ধ ঘোষণা
কুমিল্লায় তাবলিগের মাওলানা মুহাম্মদ সা’দকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোরআন ও হাদিসের মনগড়া ব্যাখ্যা, তাবলিগের গুরুত্ব বোঝাতে গিয়ে দ্বীনি শিক্ষা ও তাসাউফ ইত্যাদিকে হেয়প্রতিপন্ন করা, পূর্ববর্তী উসুল ও কর্মপন্থা থেকে সরে যাওয়ার কারণে মাওলানা সা’দকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর রেসকোর্স নূর মসজিদে জেলার ওলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের উদ্যোগে আয়োজিত এক ইসলামী সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
প্রায় ৪০ হাজার ওলামা ও ইমামের ইসলামী সমাবেশে মাওলানা সা’দকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে ১০ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়। তাবলিগ জামাতের আয়োজিত ইসলামী সমাবেশে (ওয়াহাতি জোর) এ সময় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগ জামাতের প্রধান মুরুব্বি মাওলানা হাফেজ জুবায়ের।
আরও উপস্থিত ছিলেন কাকরাইল মসজিদের সূরা সদস্য মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক।