শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 November, 2018 12:29

‘রোহিঙ্গারা স্বেচ্ছায় গেলে প্রত্যাবাসন’

‘রোহিঙ্গারা স্বেচ্ছায় গেলে প্রত্যাবাসন’
সুজাউদ্দিন রুবেল, কক্সবাজার থেকে :

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম বলেছেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় ফেরত যেতে চাইলেই প্রত্যাবাসন করা হবে। এর জন্য বাংলাদেশ যাবতীয় প্রস্ততি শেষ হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, প্রত্যাবাসনের জন্য দুটি ট্রানজিট ঘাট প্রস্তুত রয়েছে। একটি টেকনাফের কেরুনতলী ও আরেকটি বান্দরবানের ঘুমধুমে। কিন্তু আজকে প্রত্যাবাসনের জন্য শুধুমাত্র ঘুমধুম ট্রানজিট ঘাটটি ব্যবহৃত হবে। আমরা আশা করছি, যাদেরকে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য পাই তাদেরকে নিয়ে দুপুর ২টার মধ্যে ঘুমধুম সীমান্ত এলাকায় হাজির হব। এই জন্য যাবতীয় প্রস্তুতি যেমন যারা যাবে তাদের জন্য ৩দিনের রেশন সহ অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। আমাদের কর্মকর্তা এখন ক্যাম্পগুলোতে অবস্থান করছে।

কতজন রোহিঙ্গা ফেরত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও বলা যাচ্ছে না ঠিক কতজন রোহিঙ্গা ফেরত যাবে। আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছি। সেখানে তাদের সঙ্গে কথা হবে। তারপর যারাই স্বেচ্ছায় ফেরত যেতে চাইবে তাদেরকে ঘুমধুম ট্রানজিট ঘাট দিয়ে সড়ক পথে দুপুর ২টায় মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে গত ৩০ অক্টোবর মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে মনোভাব জানতে ৪৮৫টি রোহিঙ্গা পরিবারের ২ হাজার ২৬০ জনের একটি তালিকা জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএচসিআর-কে দেওয়া হয়। এর দুসপ্তাহ পর গত মঙ্গলবার তাদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে সংস্থাটি। আজও ইউএনএইচসিআর কয়েকটি পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করে তাদের মতামত জানতে চাইবে। ইতোমধ্যে ইউএনএইচসিআর রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া বিষয়ে একটি চিঠি আবুল কালামকে দিয়েছে, যা ঢাকায় পাঠানো হয়েছে।

তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর গত মঙ্গলবার ও বুধবার তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলেছে। ফেরত যাওয়ার ক্ষেত্রে তাদের নেতিবাচক মনোভাবের কারণে গোটা প্রক্রিয়াটিই অনিশ্চয়তায় পড়েছে। 

উপরে