শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 November, 2018 02:16

মনোনয়ন অনিশ্চয়তায় বর্তমান ও সাবেক পাঁচ মন্ত্রী

মনোনয়ন অনিশ্চয়তায় বর্তমান ও সাবেক পাঁচ মন্ত্রী
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, অ্যাডভোকেট সাহারা খাতুন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) (বাঁ থেকে)
ঢাকা অফিস :

দলীয় মনোনয়ন অনিশ্চয়তায় রয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট সাবেক ও বর্তমান পাঁচ মন্ত্রী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের আগ্রহের আসনে প্রার্থীতা নিয়ে দুশ্চিন্তায় আছেন সমর্থক ও কর্মীরা।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত বিবরণ ও স্থানীয় নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করে এসব তথ্যানুযায়ী এমন হেভিওয়েট প্রার্থীদের আগ্রহের আসনে মনোনয়ন কে পাবেন? সেটি এখনও বলা যাচ্ছেনা।

ঢাকা-১৮: রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, দক্ষিণ খান ও ডুমনি এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নং ওয়ার্ড, যা ঢাকা ১৮ আসন।

এ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে থেকে এবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অ্যাডভোকেট সাহারা খাতুন।

কিন্তু এ আসন থেকে এবার অ্যাডভোকেট সাহারা খাতুনকে নৌকার হাল ধরতে দেয়া হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে।

চাঁদপুর-১ (কচুয়া): এ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। এ নিয়ে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে রয়েছে দ্বন্দ্ব।

কেননা আসনের প্রার্থী হিসেবে বরাবরের মতো এবারও মনোনয়নপ্রত্যাশী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। অভিযোগ রয়েছে, এলাকায় গনসংযোগের সময় নিজ দলীয় নেতা-কর্মীদের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ): এ আসনে নৌকার মাঝি হতে মনোনয়ন ফরম কিনেছেন বেশ কয়েকজন। বর্তমানে এ আসন থেকে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তাই তার সমর্থকেরা দুশ্চিন্তায় রয়েছেন।

কেননা একই আসন থেকে মনোনয়ন নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ও তরুণ শিল্পপতি আওয়ামী লীগ নেতা এম ইসফাক আহসান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আমিরুল ইসলাম খোকা, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকিয়া সুলতানা শেফালি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.কুদ্দুছ।

অপরদিকে এ আসনটি ধরে রাখতে ইতোমধ্যে মায়া চৌধুরীর ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপুও মনোনয়ন সংগ্রহ করেছেন। দীপু চৌধুরী বিগত দিনে পিতার সাথেই এলাকার বিভিন্ন সভা ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর): আসনটি নিয়ে এখনও ধোয়াশার মধ্যে আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির আগ্রহের এই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

এছাড়াও এ আসন থেকে আরো মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান, মৎস্যজীবী লীগ নেতা আলহাজ্ব রেদওয়ান খান বোরহান, আওয়ামী লীগের আরেক নেতা জাকির হোসেন মারুফ।

চাঁদপুর-৫: এ আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।

তার আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার (অব.) সালাউদ্দিন।

আরো মনোনয়নপত্র ক্রয় করার সম্ভাবনা রয়েছে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, অধ্যাপক ফজলুর রহমানসহ কয়েকজনের।

উপরে