শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 November, 2018 02:21

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করলো চীন

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করলো চীন
ঢাকা অফিস :

এখন থেকে চীনে অন অ্যারাইভাল ভিসা উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা। ঢাকায় চীনা দূতাবাস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কোনও ব্যক্তির জরুরি মানবিক কারণ, ব্যবসা, সংস্কার কাজ, ভ্রমণ বা অন্যান্য জরুরি প্রয়োজন হলে এই পোর্ট এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

কিছু শর্ত পূরণ সাপেক্ষে তাকে চীন ভ্রমণে এই ভিসা দেয়া হবে। এ ধরনের ভিসার মেয়াদ হবে ৩০ দিন।

এ ব্যাপারে ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই বলেছেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে পোর্ট এন্ট্রি ভিসা বা ভিসা অন অ্যারাইভাল চালু করা হয়েছে।

‘চীনের বর্হিগমন বা আগমন নিয়ন্ত্রণ আইনে নির্দিষ্ট কোনও দেশের ওপর পোর্ট এন্ট্রি ভিসা বা ভিসা অন অ্যারাইভালে বিধি-নিষেধ নেই। তবে এ ধরনের ভিসা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। বাংলাদেশিরাও এই ভিসার সুযোগ পাবেন’

তিনি বলেন, আইন অনুযায়ী কোনও ব্যক্তি জরুরি মানবিক কারণে, জরুরি ব্যবসায়ী বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমন্ত্রিত হলে অথবা অন্য কোনও জরুরি প্রয়োজনে এবং চীনভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় পর্যটক হিসাবে আসতে চাইলে পোর্ট এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ধরনের ভিসা ইস্যুর জন্য স্টেট কাউন্সিল চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে।

বেইজিং, গুয়াংজু, কুনমিংসহ চীনের ২৭টি বিমানবন্দরে পোর্ট এন্ট্রি ভিসা সুবিধা পাওয়া যাবে।

উপরে