শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 November, 2018 02:34

খালেদা জিয়ার বিকল্প হিসেবে প্রার্থী হচ্ছেন যারা

খালেদা জিয়ার বিকল্প হিসেবে প্রার্থী হচ্ছেন যারা
ঢাকা অফিস :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে দলীয় প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া। কিন্তু আদালতের রায়ের ফলে বেগম জিয়া নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে মত দিয়েছেন দুদকের আইনজীবী। তবে এ আসনগুলোতে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রয়েছে বিএনপির। যদি তিনি দলীয় প্রার্থী হতে না পারেন তারাই দলের পক্ষে লড়বেন।

খালেদা জিয়ার আসন বগুড়া-৬ (সদর) এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিকল্প প্রার্থী হয়েছেন গাবতলীর বিএনপি নেতা মোরশেদ মিল্টন। ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে খালেদা জিয়ার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনুর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, বিকল্প তিন প্রার্থীর মনোনয়নপত্র সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হয়েছে।

এদিকে, বুধবার দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনের করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ দেন।   

দুদকের আইনজীবী বলেন, এর ফলে হাইকোর্টের দেয়া আগের আদেশই বহাল থাকছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কারও আসন্ন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকছে না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ড নিয়ে গত ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

উপরে