শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 November, 2018 02:40
* উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শেষ * ৩০০ আসনে প্রার্থী ৩০৫৬

এক দশক পর মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

এক দশক পর মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি
ঢাকা অফিস :

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এতে ৩০০ আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৩ হাজার ৫৬ জন প্রার্থী হয়েছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৭০৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্য বিভাগগুলোর মধ্যে রংপুরে ৩৬১ জন, রাজশাহীতে ৩৫৩, খুলনায় ৩৫১, বরিশালে ১৮২, ময়মনসিংহে ২৩৬, সিলেটে ১৭৭ ও চট্টগ্রামে ৬৮৮ জন।

স্বতন্ত্র হিসেবে আছে অন্তত ১০১ জন, যাদের বেশির ভাগই বড় দুই দলের বিদ্রোহী প্রার্থী। এ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ২৭ জন প্রার্থী হয়েছেন, যেটি সর্বোচ্চ। আর সবচেয়ে কম ৪ জন প্রার্থী হয়েছেন মাগুরা-২ আসনে। এবার কোনো আসনে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। তবে বুধবার রাত পর্যন্ত দল ও জোটভিত্তিক প্রার্থী সংখ্যার তথ্য জানাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার রাত ৮টার দিকে সাংবাদিকদের বলেন, দল ও জোটভিত্তিক তথ্য বৃহস্পতিবার দেয়া যাবে। সারা দেশে উৎসবমুখরভাবে মনোনয়নপত্র দাখিল হয়েছে। কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রচলিত পদ্ধতির পাশাপাশি প্রথমবারের মতো এবার ২৩ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন। এক দশক পর এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ প্রায় সব দল অংশগ্রহণ করায় সারা দেশে নির্বাচনী আমেজ দেখা গেছে। মনোনয়নপত্র দাখিল ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। পাশাপাশি কোনো কোনো স্থানে ছিল কৌশলে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকা ও ধানের শীষের লড়াই হয়েছিল। আওয়ামী লীগ ও বিএনপিসহ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিসহ বেশির ভাগ দলের বর্জনের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এক দশক পর আবারও নৌকা ও ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই দলের প্রার্থীরা। ফলে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন সবাই।

ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর কয়েক প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির বেশকিছু নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ শীর্ষ প্রায় সব নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ভিন্নচিত্র দেখা গেছে জাতীয় ঐক্যফ্রন্টে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। মাঠের বিরোধী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

এগুলো হচ্ছে বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১। তিনি দণ্ডপ্রাপ্ত হওয়ায় এ তিন আসনে বিকল্প প্রার্থীও রেখেছে বিএনপি। এর মধ্যে বগুড়া-৬ আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে যথাক্রমে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।

মনোনয়নপত্র দাখিল করেননি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল।

ডাকসুর সাবেক দুই ভিপি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা- মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পক্ষে নড়াইল-২ আসনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে ২০ দলীয় জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক জোট ও দলের দাবির মুখে গত ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। জমা পড়া মনোনয়নপত্র আগামী ২ ডিসেম্বর বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৯ ডিসেম্বর। আর ভোট গ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর।

ইসি সূত্রে জানা গেছে, প্রায় সব আসনে বড় দলের একাধিক প্রার্থী রয়েছে। নির্বাচনী আইনানুযায়ী একই দল থেকে একাধিক ব্যক্তিকে প্রার্থী মনোনয়ন দেয়া হলেও বাছাইয়ের পরে দল যাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করবে তিনি প্রতিযোগিতায় টিকে থাকবেন।

অন্যদের মনোনয়নপত্র বাতিল হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে বেশির ভাগ আসনে একজন প্রার্থী দেয়ায় বেশ কয়েকটি স্থানে মনোনয়নবঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অপরদিকে বেশির ভাগ আসনে একাধিক প্রার্থী দিলেও কয়েকটি স্থানে তাদের মনোনয়নবঞ্চিতরাও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ঢাকার মনোনয়নপত্র দাখিল : মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে রাজধানীর ১৫টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বেশির ভাগ প্রার্থী সশরীরে কমিশনার কার্যালয়ে এসে মনোনয়ন জমা দিলেও কেউ কেউ তাদের প্রতিনিধির মাধ্যমেও মনোনয়ন জমা দিয়েছেন। তবে সরেজমিন দেখা গেছে, মনোনয়নপত্র জমাদানকারী বেশির ভাগ প্রার্থীই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সাতজনকে নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান আছে। কিন্তু অনেক প্রার্থীই তা অমান্য করেছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার শেষদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৪০ জন। শেষদিনে জমা দেন বাকি দেড় শতাধিক প্রার্থী।

তবে সম্মেলন কক্ষে স্থাপিত বুথ ও ডেস্ক থেকে সংগৃহীত তথ্যানুযায়ী, ঢাকা-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন, ঢাকা-৫ আসনে ১৩ জন, ঢাকা-৬ আসনে ১৭ জন, ঢাকা-৭ আসনে ১৯ জন, ঢাকা-৮ আসনে ২০ জন, ঢাকা-৯ আসনে ১১ জন, ঢাকা-১০ আসনে ৯ জন, ঢাকা-১১ আসনে ১১ জন, ঢাকা-১২ আসনে ৮ জন, ঢাকা-১৩ আসনে ১৩ জন, ঢাকা-১৪ আসনে ১৩ জন, ঢাকা-১৫ আসনে ১৬ জন, ঢাকা-১৬ আসনে ১০ জন, ঢাকা-১৭ আসনে ২৫ জন ও ঢাকা-১৮ আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফারুক ও আবদুল কাদের খান, বিএনপির প্রার্থী শওকত আজীজ রাসেল ও রুহুল আলম চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মামুনুর রশীদ, বিএনপির অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার মনোনয়ন জমা দেন। বিকল্পধারার মাহী বি. চৌধুরী প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন।

তোফায়েল আহমেদ : ভোলা প্রতিনিধি জানান, ভোলার গাজিপুর রোডের বাসভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর বুধবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী ছিলেন।

ড. মোশাররফ : দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা-১ ও ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন : মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

নাজমুল হাসান পাপন : কিশোরগঞ্জ ব্যুরো ও কুলিয়ারচর প্রতিনিধি জানান, স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

গয়েশ্বর চন্দ্র রায় : কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নুরুল ইসলাম নাহিদ : গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।

সৈয়দ আশরাফ : কিশোরগঞ্জ ব্যুরো জানায়, থাইল্যান্ডে চিকিৎসাধীন কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে তার ভাই-বোন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিশোরগঞ্জ-৪ আসনের রাষ্ট্রপতিপুত্র রেজোয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপি দলীয় প্রার্থী রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট মো.ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি দলীয় প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব : চরফ্যাসন (দক্ষিণ) প্রতিনিধি জানান, ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের মহাজোট প্রার্থী উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন আখন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ তার সঙ্গে ছিলেন।

ফারুক খান : টেকেরহাট প্রতিনিধি জানান, গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক কানতারা খান, মুকসুদপুর পৌর মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার প্রমুখ।

কামরুল ইসলাম ও আমানউল্লাহ আমান : কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকা-২ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির দুই প্রার্থী। এরা হলেন, আমানউল্লাহ আমান ও তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান। এর আগে বুধবার সকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শাহ্ রিয়াজুল হান্নান : কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুর-৪ আসনে আ স ম হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাশরাফি বিন মর্তুজা : নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার পক্ষে বুধবার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ প্রমুখ এ মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে নড়াইল-১ আসনে জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি সমর্থিত শরীফ কাসাফুদ্দোজা কাফী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া নড়াইল-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ও লে. কর্র্নেল (অব.) সাজ্জাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী লে. কমান্ডার (অব.) ওমর আলী, শেখ মিজানুর রহমান ও শাহাদৎ হোসেন দুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশালের ২১ আসনে ১৩২ প্রার্থীর মনোনয়নপত্র জমা : বরিশাল ব্যুরো জানায়, বরিশাল বিভাগের ২১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩২ প্রার্থী। এর মধ্যে ১৭ আসনে আওয়ামী লীগের ১৯ জন, ১৯ আসনে বিএনপির ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরিশাল ২ আসনে দলীয় মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ১৭২ জন : সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগের চার জেলার ১৯ সংসদীয় আসনে ১৭২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬ আসনে ৬০ জন, হবিগঞ্জের ৪ আসনে ৩২ জন, মৌলভীবাজারের ৪ আসনে ২৮ জন ও সুনামগঞ্জের ৫ আসনে ৫২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

খুলনা বিভাগের ৩৬ আসনে ৩৪৬ প্রার্থী : খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনে সর্বমোট ৩৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রামের ১৬ আসন : চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমান মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে বর্তমান ডা. আফছারুল আমীন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বর্তমান এমএ লতিফ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জাসদ নেতা মইন উদ্দীন খান বাদল এমপি মনোনয়নপত্র জমা দেন। তিনি আওয়ামী লীগের শরিক জাসদের প্রার্থী হলেও নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর : ঠাকুরগাঁও প্রতিনিধি জানায়, ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দল ও স্বতন্ত্র ২৪ জন প্রার্থী। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ন্যাপ নেতা অ্যাড. বলরাম গুহ ঠাকুরতা, ওয়ার্কার্স পার্টির অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলনের আবদুল জব্বার ও জাকের পার্টির আল মামুন।

ফেনীর ৩ আসনে ৩৪ প্রার্থী : ফেনী প্রতিনিধি জানান, ফেনীর ৩ আসনে খালেদা জিয়াসহ ৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী-১ আসনে খালেদা জিয়াসহ ৩ জন, আওয়ামী লীগের পক্ষে মহাজোটের প্রার্থী শিরিন আক্তার, খায়রুল বাশার তপন, ঢাকার ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্যা, তারেকুল ইসলাম, আবুল বাশার চেধুরী, শাহরিয়ার ইকবাল, হাজী গোলাম কিবরিয়া, আবুল বাশার, আনোয়ার উল্যাহ ও আবু তালেব।

ফেনী-২ আসনে বিএনপির সাবেক সংসদ অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি ও জিয়াউদ্দিন মিস্টার। আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী, জসিম উদ্দিন, নুরুল করিম বেলাল, নজরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফেনী-৩ আসনে বিএনপির পক্ষে আবদুল লতিফ জনি, আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেন, লাঙ্গল নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, তার ছেলে ইফতিকার আহম্মদ সৌকত, শহিদ উদ্দিন স্বপন, মাইন উদ্দিন, গোলাম হোসেন, হাসান আহম্মদ, আবদুল রাজ্জাক, শাহরিয়ার ইকবাল, বর্তমান এমপি হাজী রহিম উল্যা ও রিন্টু আনোয়ার।

বগুড়ার সাতটি আসনে ৮৫ প্রার্থী : বগুড়া ব্যুরো জানায়, বগুড়ার সাতটি আসনে বুধবার ৮৫ প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুটিতে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না একটি করে আসনে মনোনয়নপত্র জমা দেন।

বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন, সরকার বাদল, আওয়ামী লীগের ডা. মোস্তফা আলম নাননু প্রমুখ।

লক্ষ্মীপুরের ৪ আসনে ৪৬ প্রার্থী : লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে ৪টি আসনে বিভিন্ন দলের ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১৩ জন। তারা হলেন- তরিকত ফেডারেশন থেকে আনোয়ার হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম, জাকের পার্টির লায়ন এমএ আউয়াল, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন তুর্কি, জেএসডির এমএ গোফরান, বিএনএফের সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এনএনপির মোশারেফ হোসেন ও বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম।

লক্ষ্মীপুর-২ আসনে ১২ জন। তারা হলেন বর্তমান এমপি মোহাম্মদ নোমান, বিএনপির জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া টিটু, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকল্প ধারার শাহ আলম বাদল, ইসলামিক ফ্রন্টের মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলনের শাহজাহান পাটোয়ারী, জেএসডির এমএ ইউছুফ ও স্বতন্ত্র প্রার্থী মো. শহীদ ইসলাম পাপুল।

লক্ষ্মীপুর-৩ আসনে ১১ জন। তারা হলেন- পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এমএ সাত্তার, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির সাহাবুদ্দিন সাবু, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, গণফোরামের আওম শফিক উল্যা, এনডিএমের মোহাম্মদ উল্যা, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম ও জাসদের এমএ ইউছুফ ভূঁইয়া।

লক্ষ্মীপুর-৪ আসনে ১০ জন। তারা হলেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, আওয়ামী লীগের বর্তমান এমপি মোহাম্মদ আবদুল্লাহ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, জেএসডির তানিয়া রব, বিজেপির আবদুর রাজ্জাক চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মণ্ডল, ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম ও স্বতন্ত্র মাহমুদা বেগম।

পীরগঞ্জে ৬ জনের মনোনয়নপত্র জমা : পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, রংপুর-৬ আসনে বুধবার ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপির সাইফুল ইসলাম ও খলিলুর রহমান, হুমায়ুন ইজাজ লেভিন (এনপিপি), অধ্যাপক কামরুজ্জামান (সিপিবি), মাওলানা বেলাল হোসেন (ইসলামী আন্দোলন), এবিএম মাসুদ সরকার মজনু (বিএনএফ)। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এ আসনে মনোনয়নপত্র জমা দেন।

উপরে