শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 December, 2018 10:26

তরুণ ভোটারদের আহ্বান জানিয়ে #Iambangladesh মঞ্চ উদ্বোধন

তরুণ ভোটারদের আহ্বান জানিয়ে #Iambangladesh মঞ্চ উদ্বোধন
ঢাকা অফিস :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘হ্যাশট্যাগ আইএমবাংলাদেশ (#Iambangladesh) মঞ্চ’।

সোমবার ঢাকার কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, সামাজিক সংগঠন অপরাজেয় বাংলা এ মঞ্চটির সূচনা করে।

অনুষ্ঠানে অংশ নেয়া ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন ভোটার আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করেন। কেউ কেউ প্রার্থী সম্পর্কেও নিজেদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআই সভাপতি নিহাদ কবির, ডিসিসিআই সাবেক সভাপতি আবুল কাশেম, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।

সাকিব আল হাসান বলেন, সব সময়ই কিছু পক্ষ ও বিপক্ষ থাকবে। কিন্তু দিন শেষে দেখা যাবে বোধ দিয়ে, চিন্তা দিয়ে মনুষ ঠিক কাজই করবে। সব বিষয়ে আপনাদের পারদর্শী হতে হবে না। যার যার জায়গা থেকে সেরাটাই করতে হবে। তরুণরা শুধু চাকরির জন্য ঘুরবে না। এমন কিছু করবে যাতে সে নিজেই হাজার হাজার মানুষকে চাকরি দিতে পরবে।

নায়ক ফেরদৌস বলেন, সঙ্গীত উৎসবে যেমন মাইলের পর মাইল লাইন দিয়ে তরুণদের ঢুকতে দেখা যায়, ভোটের দিনও তেমনি তরুণদের ভোট কেন্দ্রে যেতে হবে। আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান। দেশের জন্য স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক জায়গায় ভোট দেয়ার পরই পেতে পারবেন কেমন বাংলদেশ দেখতে চান।

আতিকুল ইসলাম বলেন, এমন বাংলাদেশ চাই যেদিন নির্বাচন হবে কিন্তু কেউ টেরই পাবে না। সব কিছুই স্বাভাবিক ভাবে চলবে। আমরা শান্তির পক্ষে। উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।

উপরে