শিরোনাম
আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা ডলার নিয়ে ভারত-চীন-রাশিয়াকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ইউক্রেনকে জার্মানির ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর দ. কোরিয়ায় সামরিক আইন জারি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 December, 2018 00:44

নিরাপত্তার অভাবে এলাকা ছাড়লেন রেজা কিবরিয়া

নিরাপত্তার অভাবে এলাকা ছাড়লেন রেজা কিবরিয়া
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য রেজা কিবরিয়া
ঢাকা অফিস :

নিরাপত্তার অভাবে নির্বাচনী এলাকা ছেড়ে ঢাকায় ফিরে এসেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য রেজা কিবরিয়া।

নিরাপত্তাহীনতা বোধ করায় রোববার সকালে নির্বাচনী এলাকায় গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় চলে এসেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

প্রথম দফায় রেজা কিবরিয়া প্রচারণা চালাতে ১০ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকায় যান। পরবর্তীতে ঢাকায় ফিরে আবারও ১৫ ডিসেম্বর শনিবার নির্বাচনী এলাকায় ফিরে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি গণসংযোগ শেষে সংবাদ সম্মেলনও করেন।

রেজা কিবরিয়া বলেন, দেশে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর যেভাবে হামলা ও হেনস্তা করা হচ্ছে, তাতে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন। এ ছাড়া তার দল গণফোরাম তার নিরাপত্তার বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে। এ কারণে দলীয় প্রধানের নির্দেশে আপাতত তিনি নির্বাচনী এলাকায় থাকছেন না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবারও জনগণের কাছে ফিরবেন।

এদিকে কৌশলী প্রচারণা চলছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার। তার পক্ষে নীরবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। মাঠে নেমেছেন স্বজনরাও।

ব্যাপক প্রচারণা চললেও শুধু নেই রাখঢাক। নিজেও ইতিমধ্যেই মাঠে প্রচারণার কাজ শুরু করেছেন। একাধিক সভা, গণসংযোগ, সংবাদ সম্মেলনও করেছেন। তবে নেতাকর্মীরা যেন কোনো বিপদের সম্মুখীন না হন, সেদিক মাথায় রেখেই প্রচারণার কৌশল পাল্টেছেন।

কোনো পূর্বঘোষণা দিয়ে সভা-সমাবেশ করা হবে না। নেতাকর্মীদের গ্রেফতার, মামলা, হামলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া।

তার প্রচারণার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রচারণা চলছে। নেতাকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। আমি না জানিয়ে আসব। কারণ আমি যদি বলি, ওই সময়, ওই ইউনিয়নে যাব, তখন আমার সব নষ্ট করে করে ফেলবে। আমার কর্মীরা কাজ করছে। আমি যেখানে বলব যে ওইখানে যাব, তখন তারা আয়োজন করবে।

নিজের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরো দেশেই এখন নিরাপত্তার ঘাটতি রয়েছে। ঢাকায়ও আমি নিরাপত্তার ঘাটতি দেখছি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েও আমাদের ওপর আক্রমণ করেছে। নিরাপত্তা পুরো দেশেই নেই।

উপরে