শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 24 December, 2018 02:17

ঐক্যফ্রন্টের জনসভায় ইসির ‘হ্যাঁ’ ডিএমপির ‘না’

ঐক্যফ্রন্টের জনসভায় ইসির ‘হ্যাঁ’ ডিএমপির ‘না’
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও সিইসি কেএম নুরুল হুদা (বা থেকে)।
ঢাকা অফিস :

আগামী ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তবে এর আগে ২৪ ডিসেম্বরের পর ঢাকায় আর জনসভা করা যাবে না বলে ঐক্যফ্রন্টকে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোহরাওয়ার্দীতে জনসভা করার বিষয়ে রোববার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন।

প্রায় ঘণ্টাখানেক আলোচনার পর বের হয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ২৭ তারিখ কেন জনসভা করা যাবে না তা সিইসির কাছে জানতে চাইলে জবাবে সিইসি বলেছেন, ২৭ ডিসেম্বর জনসভা করার অধিকার বিএনপি রাখে। এ ব্যাপারে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও আহমেদ আজম খান, দলীয় চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, সাধারণত নির্বাচন এগিয়ে আসলে সব দল বড় জনসভা করে। ২৭ ডিসেম্বর বিএনপি সভা করতে চেয়েছিল। কিন্তু ২৪ ডিসেম্বরের পর ঢাকায় আর জনসভা করা যাবে না বলে ডিএমপি কমিশনার তাঁদের জানিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানোর সুযোগ রয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঢাকায় জনসভা করবেন। প্রধানমন্ত্রীর পর আর কেউ জনসভা করতে পারবে না, এটা বিমাতাসুলভ আচরণ এবং উদ্দেশ্যমূলক। বিষয়টি নির্বাচনী কাজে বাধা দেওয়ার শামিল।

উপরে