শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 January, 2019 02:56

নির্বাচনী সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি জাতিসংঘের মানবাধিকার সংস্থার

নির্বাচনী সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি জাতিসংঘের মানবাধিকার সংস্থার
ঢাকা অফিস :

জাতিসংঘের মানবাধিকার সংস্থা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা, মামলা, গ্রেপ্তারসহ সব ধরনের হয়রানির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে রাভিনা বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আগে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিষয়ে আমরা অবগত আছি। নির্বাচনের দিন বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। দুঃখের বিষয় হচ্ছে বিরোধীপক্ষের ওপর প্রতিহিংসা, হামলা, খারাপ আচরণ, গণগ্রেপ্তার, হয়রানি, গুম এবং ফৌজদারি মামলা এখনও অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সংখ্যালঘুদের ওপর হামলা এবং হুমকি প্রদানের খবরও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘এছাড়া সাংবাদিকদের ভয়-ভীতি প্রদানসহ আক্রমণ, সম্পদের ক্ষয়ক্ষতি করার মতো ঘটনাও ঘটেছে। নির্বাচন সংশ্লিষ্ট সংবাদের কারণে সর্বশেষ দুই সাংবাদিককে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার করা হয়েছে। ১০ ডিসেম্বর থেকে কমপক্ষে সংবাদ সংশ্লিষ্টসহ অন্যান্য ৫৪টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট নিয়ন্ত্রণের মতো ঘটনা ঘটেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা অবিলম্বে এসব অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ এবং অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে কার্যকর তদন্তের দাবি জানাচ্ছি। পাশাপাশি কর্তৃপক্ষকে বলবো, এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধে এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে বিধি মোতাবেক তাদের ক্ষমতা প্রয়োগ করে সেদিকে যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

এছাড়া বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

উপরে