গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে জামাল (৪৫) নামের এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত জামাল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার শেষরাতের দিকে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামাল মারা যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য রাখালের জামালের লাশ নিয়ে পালিয়ে আসে।
এ বিষয়ে বিজিবির গোদাগাড়ীর সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদর সুলতান মোল্লা জানান, জামালসহ বেশ কয়েকজন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ফেরার পথে বিএসএফের গুলিতে জামাল নিহত হয়।