ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।
শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
তিনি জানান, নির্বাচনে ১২৯৫ কেন্দ্র থেকে পাওয়া ফল অনুযায়ী ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পড়েছে। অন্য মেয়র পদপ্রার্থীদের মধ্যে আনিসুর রহমান দেওয়ান আম মার্কায় পেয়েছেন ৮ হাজার ৬৯৫ ভোট। শাহিন খান বাঘ মার্কায় পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট। আব্দুর রহিম টেবিল ঘড়ি মার্কায় পেয়েছেন ১৪ হাজার ৪০ ভোট।
এই নির্বাচনে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯ জন। এর মধ্যে মোট ভোট পড়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৩৯টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৯ লাখ ২৩ হাজার ২৬ ভোট। বাতিল হয়েছে ১৯ হাজার ৫১৩টি ভোট।