শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 March, 2019 20:25

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য প্রস্তাবে নুরের দ্বিমত

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য প্রস্তাবে নুরের দ্বিমত
ঢাকা অফিস :

দীর্ঘ ২৮ বছর পর আবার সচল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।  শনিবার (২৩ মার্চ) ডাকসুর কার্যকরী সভার মধ্য দিয়ে এর পথচলা শুরু হলো।

এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব দেয়া হলেও এ নিয়ে (অপোস) দ্বিমত পোষণ করেছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।

সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, আজকের কার্যকরী বৈঠক ছিল পরিচিতি পর্ব। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার বিষয়ে প্রস্তাব তোলা হয়। কিন্তু ভিপি নুর বলেন, আমরা এখনও বিষয়টির সমাধানে পৌঁছায়নি।

তিনি বলেন, এই নির্বাচন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি না যে, মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আজীবন সদস্য পদ ঘোষণা করা উচিত। সেই জায়গা থেকে আমিসহ কয়েকজন এই প্রস্তাবে (অপোস) বিরোধিতা করেছি।

তবে ভিপির কথার মাঝে জিএস গোলাম রাব্বানী জানান, একমাত্র নুর ছাড়া সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্য পদ সমর্থন করেছেন।

বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান।

সভায় যোগ দেন ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা। শুরুতেই স্বাগত বক্তব্য দেন ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উপরে