শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 April, 2019 12:33

সিলেটে নিখোঁজ কলেজ প্রভাষকের লাশ উদ্ধার

সিলেটে নিখোঁজ কলেজ প্রভাষকের লাশ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

সিলেটে নিখোঁজের একদিন পর মদন মোহন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষকের লাশ পাওয়া গেছে।

রোববার (৩১ মার্চ) সকালে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় তেলিরাই এলাকায় রাস্তার সংলগ্ন থেকে প্রভাষক সাইফুর রহমানের লাশটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর টিলাগড় এলাকায় জমিদারবাড়ি নামের মেস থেকে বের হন সাইফুর রহমান। কিন্তু গতকাল সারাদিন তার কোনো খোঁজ ছিল না। 

এরপর বাড়ির স্বজনরা রোববার (৩১মার্চ) সকালে থানায় সাধারণ ডায়েরি করতে আসেন। তখন থানায় একটি লাশ উদ্ধারের খবর আসে। সাইফুর রহমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন তাকে। 

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, লাশের মুখে ও গলায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত শেষ করে বিকেলে উদ্ধারকৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন আসলে হত্যার কারণ জানা যাবে। তবে এখনো পরিবারের কাছ থেকে কোন অভিযোগ  কিংবা কারো বিরুদ্ধে মামলা হয়নি। 

নিহত প্রভাষক সিলেট জেলার গোয়াইনঘাটের ফুলতৈল গ্রামের ইউসুফ আলীর পুত্র। পুলিশ আরো জানান, লাশ উদ্ধারের সময় নিহতের শরীরে পরিহিত ছিলো লুঙ্গি। যদি তিনি কলেজের উদ্দেশ্যে বের হত তাহলে শার্ট- প্যান্ট থাকার কথা ছিল। 

এদিকে প্রভাষক সাইফুর রহমানের হত্যার প্রতিবাদে রোববার দুপুরে সিলেট নগরীর লালাবাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সিলেট মদন মোহন কলেজের শিক্ষার্থীরা। এই সময় তারা খুনি ব্যক্তির শাস্তি ও ফাঁসির দাবি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে অবরোধ প্রত্যাহার করান।

 

 

নিউইয়র্ক মেইল/সিলেট, বাংলাদেশ/৩১ মার্চ ২০১৯/অমিতা সিনহা/এইচএম/

উপরে