শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 April, 2019 05:00

সিলেটে আন্তজার্তিক সম্মেলনে শিক্ষামন্ত্রী: দেশকে এগিয়ে নিতে হলে মাদক, দূর্নীতি, সন্ত্রাসবাদ দূর করতে হবে:

সিলেটে আন্তজার্তিক সম্মেলনে শিক্ষামন্ত্রী: দেশকে এগিয়ে নিতে হলে মাদক, দূর্নীতি, সন্ত্রাসবাদ দূর করতে হবে:

স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট: শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বলেছেন,  শিক্ষার অনুকুল পরিবেশ তৈরি করতে হলে দেশের সামাজিক ব্যাধি তথা মাদক, দূর্নীতি, সন্ত্রাসবাদ দূর করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শুধু ডিগ্রিধারী নয় বরং আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আয়োজিত উপাচার্যদের আন্তজার্তিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বলেন, বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষাক্ষেত্রে এই সম্মেলন এক নতুন দ্বার উন্মোচন করবে। আমাদের সাথে ভারতের হয়তো রাজনৈতিক সীমানা থাকতে পারে। কিন্তু ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জ্ঞান চর্চাসহ বিভিন্ন  দিক দিয়ে  ভারতে সাথে সম্পৃক্ততা রয়েছে। দুই দেশের সমস্যা ও সম্ভাবনাগুলো একই। এজন্য আমাদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পৃক্ততার মাধ্যমে একসাথে কাজ করতে হবে। জ্ঞান-বিজ্ঞান চর্চায় একসাথে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেন তিনি।

সিলেটে শাবির আয়োজিত অনুষ্টানে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ২৩টি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও উপাচার্যদের অংশগ্রহণ দেখে শিক্ষামন্ত্রী বলেন, এই সম্মেলন বুদ্ধিজীবীদের মিলনমেলা। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জ্ঞান-বিজ্ঞানে শাখা-প্রশাখা যারা পরিচালনা করেন তারা একত্রিত হয়েছে আজ । এই আয়োজনের ফলে দুই দেশের মধ্যে জ্ঞান-বিজ্ঞান চর্চা আরো উন্মোচন হবে। আমাদের যে নদী, আমাদের যে বাতাস , যে প্রকৃতি আমাদের যুক্ত করে দিয়েছে । দেশের রাজনৈতিক সীমান্ত বিভক্তি তৈরি করে দিলেও বাতাস, নদী, প্রকৃতি আমাদের এক করে দিয়েছে। এই বন্ধন শুধু অতীত  বা বর্তমান নয়, ভবিষ্যতেও একই সূত্রে গাঁথা থাকবে। মন্ত্রী বলেন, সব বিশ্ববিদ্যালয়গুলো যেখানে জ্ঞান-বিজ্ঞানের চর্চা হয়, গবেষণা হয়, যেখানে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়, সেই জায়গাগুলো যারা পরিচালনা করেন তারা আজ একসাথে বসেছেন। এক কথায় পুরো অঞ্চলের চিন্তার জগৎ একত্রিত হয়েছেন। তাতে আমরা অত্যন্ত আশাবাদী একসাথে এগিয়ে যাব। একসাথে নতুন নতুন পথ তৈরি করব, নতুন নতুন জ্ঞানের ভান্ডার বাড়িয়ে তুলবো।

সিলেটে এই প্রথমবার  ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলরস’ আয়োজিত সম্মেলনে ভারতের ১৫টি ও বাংলাদেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও উপাচার্যগন অংশগ্রহণ করেন।

শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখে-সম্মেলনের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ ও সদস্য সচিব ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম। আর এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, আসামের গোহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মৃদুল হাজারিকা, সম্মেলনের ভারতীয় সমন্বয়ক ও মেঘালয় বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হক ।

উদ্বোধনী সম্মেলনে এই সময় উপস্থিত ছিলেন-সম্মেলনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিয়া, বাংলাদেশ ও ভারতের শিক্ষাবিদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ সিনিয়র শিক্ষকরা। সিলেটে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলরস’ সম্মেলনটি আয়োজন করা হয়েছে কমিউনিকেশন, কনসেনশাস এন্ড কো-অপারেশন প্রতিপাদ্যকে সামনে রেখে। এতে আলোচনা করা হয় বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা, মৌলিক গবেষনা, উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষা প্রশাসন ও ভূ-রাজনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে । আয়োজিত দুই দিন ব্যাপী সম্মেলন অনুষ্টান শেষ হবে আগামীকাল। 

 

 

উপরে