সিলেটে বজ্রপাতে চারজনের মৃত্যু
সিলেটে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নারীসহ আহত হয়েছে আরও ৪জন।
মঙ্গলবার (৯ এপ্রিল) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আকস্মিক বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় সকাল ১১টার দিকে ধুপড়ি হাওরে ক্ষেতের জমিতে ধান কাটতে গিয়ে আকস্মিক বজ্রপাতের আঘাতে ৩ জন কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জের তেরাকুড়ি এলাকার জিতু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার আনোয়ার হোসেন ও একই স্থানের রাজন মিয়া।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের চেলা নদীতে মঙ্গলবার দুপুরে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিক আলী হোসেন (২৭) মৃত্যু হয় বজ্রপাতে আঘাতে।
এই সময় আলী হোসেনের সাথে থাকা আরও দুই শ্রমিক বজ্রপাতের আঘাতে আহত হয়। এই সময়ে একই উপজেলার সুরমা ইউনিয়নের দুই জন নারীও আহত হয় বজ্রপাতের আঘাতে।
পরে বজ্রপাতে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন - সোনাপুর গ্রামের আশাব উদ্দিন(২৫), পার্শ্ববর্তী বুজনা গ্রামের আলমগীর(২৬), সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামের জয়গুন নেছা(৪০) ও একই ঘরের রিমা আক্তার(৩৫)।
বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস।
নিউইয়র্ক মেইল/সিলেট, বাংলাদেশ/৯ এপ্রিল ২০১৯/অমিতা সিনহা/এইচএম/