শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 April, 2019 20:37

এখন আর তলাবিহীন ঝুঁড়ি না, সব সেক্টরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

এখন আর তলাবিহীন ঝুঁড়ি না, সব সেক্টরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

আমরা এখন আর তলাবিহীন ঝুঁড়ি না, সব সেক্টরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ । গার্মেন্টস ও রেমিট্যান্স এর পর তৃতীয় বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্র হয়ে উঠেছে আইসিটি খাত। 

শনিবার (২০ এপ্রিল) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট -২০১৯’ অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন। 

তিনি বলেন, আমরা উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিচ্ছি। আমরা চাকুরির প্রার্থী চাই না, এমন লোক চাই যে চাকুরি সৃষ্টি করতেই বেশী উদগ্রীব। আইসিটির ছোঁয়ায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিভিন্ন সেক্টরে আইসিটির অবাদ প্রবেশের কারণে লাখো তরুণের কর্মসংস্থান হয়েছে। 

পলক বলেন, আমরা ইতিমধ্যে ৪০টি বিশ্ববিদ্যালয়ে আইসিটি ল্যাব করেছি, অচিরেই অন্তত ১৩০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করবো । 

পলক বলেন, সমাজের অনিয়ম ও দুর্নীতি থামানোর অন্যতম উপায় হচ্ছে খাতগুলোতে আইসিটির ব্যবহার। যেমন, ই জিপি চালু হওয়ার পর থেকেই টেন্ডার বাণিজ্য অনেকটাই কমে গেছে। ইনোভেশন ডিজাইন এন্ট্রাপ্রেনেয়ার একাডেমি (আইডিয়া) এর মাধ্যমে আমরা তরুণদের কর্মসংস্থানে বিরাট ভূমিকা রাখছি । 

প্রতিমন্ত্রী বলেন, দশ বছর আগেও যেখানে ৫৬লাখ লোক মাত্র ইন্টারনেটের আওতায় ছিলো, আজ সেখানে দশ কোটির মতো মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আমরা আগামী ২০২০ সালের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়নকে ব্রডব্যান্ডের আওতায় আনবো।  

বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ আয়োজিত অনুষ্ঠানে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। 

দুই দিন ব্যাপী  আয়োজিত ফেস্টের অনুষ্ঠানে সরকারি বেসরকারি ৫৪টি বিশ্ববিদ্যালয়ে ১২শ’ বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায়। 

পাঁচটি ক্যাটাগরি প্রতিযোগিতার মধ্যে অন্যতম ছিলো টেক ফেস্টে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, সফটওয়্যার ও  রোবো। 

উপরে