সিকৃবি শিক্ষার্থী হত্যা মামলার বিপক্ষে সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট সোমবার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) শিক্ষার্থী মো. ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা মামলার বিপক্ষে সিলেটে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দরা। আসছে সোমবার সকাল- সন্ধ্যা এই ধর্মঘট পালিত হবে।
সিলেট বিভাগের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সাত দফা উল্লেখ করে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাস হত্যার ঘটনায় উদার পরিবহনের চালক ও সহকারীর পক্ষে আমরা মাঠে নেমেছি। ২৯ এপ্রিল সকাল- সন্ধ্যা কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলনকে জোরদার করা হবে। সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি- চালক ও সহকারীকে হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদান।
তিনি বলেন, কোন দুর্ঘটনার কারণে বাস চালক ও হেল্পারের বিরুদ্ধে মামলা নিয়ে আমাদের কোনো প্রকারের আপত্তি নেই। তবে মামলার এজাহারে ৩০২ ধারা যুক্ত করা নিয়ে আমাদের এই আন্দোলন ও প্রতিবাদ। এই ধারা বাতিল ও পুলিশী হয়রানি বন্ধসহ আগামী ২৯ এপ্রিল কর্মবিরতি পালন করা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবহন শ্রমিকের পক্ষ থেকে।
এদিকে এই ঘটনার আদালতে সত্যতা নিশ্চিত করেছেন জবানবন্দিতে চালক ও হেল্পার।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ ঢাকা-সিলেট রোডে সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভাড়া নিয়ে বাকবিতন্ডা নিয়ে উদার পরিবহন। এই সময় ঘটনাস্থলে বাসের চাকার নিয়ে পড়ে গিয়ে ওয়াসিমের মৃত্যু হয়।
এই হত্যাকান্ডে ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজার সেফুল মিয়াকে আসামি করে মামলা দায়ের করে। যার মামলা নং -২২।
অভিযান চালিয়ে চালক জুয়েল ও হেল্পার মামুনকে গ্রেফতার করে। বাকি দুই জনকে এখনো গ্রেফতার হয়নি।
নিউইয়র্ক মেইল//২৭ এপ্রিল ২০১৯/সিলেট, বাংলাদেশ/অমিতা সিনহা/এইচএম