শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 May, 2019 12:48

সমুদ্রপথে মালয়েশিয়াগামি ৮৪ রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক

সমুদ্রপথে মালয়েশিয়াগামি ৮৪ রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক
সুজাউদ্দিন রুবেল, কক্সবাজার :

সমুদ্রপথে মালয়েশিয়া যাবার চেষ্টাকালে কক্সবাজারে ৮৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। শনিবার ভোরে কক্সবাজারের পেকুয়া ও সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ৫ দালালকে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া জানান, সাগরপথে ট্রলারযোগে মালয়েশিয়া যাবার জন্য দালালচক্র পেকুয়ার উজানটিয়া জেটিঘাটে লোকজন জড়ো করে। এমন সংবাদে ভিত্তিতে ওইস্থানে অভিযানে গেলে ৬৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২১ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে দালালদের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাবার জন্য এসেছিল বলে জানায়।

এদিকে কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল জানান, মানব পাচারকারী দালাল চক্রের সহযোগীতায় অবৈধ ভাবে সাগরপথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার জন্য বেশ কয়েকজন নারী-পুরুষকে সেন্টমার্টিন সৈকত এলাকায় সমবেত হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এসময় পাচারে জড়িত পাঁচজন আটক করা হয়েছে। এদের মধ্য উদ্ধার হওয়া ৭ জন নারী এবং ১০ জন রোহিঙ্গা পুরুষ রয়েছে এবং পাঁচজন পাচারকারীরা কুতুবদিয়া, মহেশখালী, রামু ও উখিয়ার বাসিন্দা। উদ্ধার করা ১৭ রোহিঙ্গা নারী-পুরুষ ও আটক পাঁচজন পাচারকারীকে শনিবার সকাল ১০টার দিকে টেকনাফ  থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, উদ্ধার ১৭ রোহিঙ্গাদের স্ব স্ব রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হচ্ছে এবং পাঁচজন পাচারকারীর বিরুদ্ধে মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।

উপরে