শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 June, 2019 23:55

ঈদে বিজিবি-বিএসএফের মাঝে মিষ্টি বিনিময়

ঈদে বিজিবি-বিএসএফের মাঝে মিষ্টি বিনিময়
ঢাকা অফিস :

ঈদুল ফিতর উপলক্ষে বিজিবি ও বিএসএফের মাঝে মিষ্টি আজ বিনিময় করা হয়েছে।

বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টের বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে এ মিষ্টি বিতরণ করার ঘটনা ঘটে।

এদিন বিএসএফের সদস্যদের মিষ্টি নিয়ে যান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবি সদস্যদের হাতে মিষ্টি তুলে দেয়া হয়।

উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এরশাদুল হক।

এর আগেও বিভিন্ন দিবসে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে মিষ্টি বিনিময় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন দিবসে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মিষ্টি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।’

এছাড়াও আজ সকাল সাড়ে ১০টায় বাংলাবান্ধা সীমান্তের মতো দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বলেন, ‘ ঈদুল ফিতর উপলক্ষে আমাদের প্রতিবেশী বিএসএফের সঙ্গে মিষ্টি বিনিময় করেছি। ঈদের আনন্দ আমরা দুই দেশের মাঝে ছড়িয়ে দিতে চাই।’

এমন রীতি দুই দেশের দীমান্ত বাহিনীর মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি যোগ করেন, ‘আমরা একসঙ্গে সীমান্তে থেকে কাজ করব।’

উপরে