শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 June, 2019 02:24

সিলেট-ঢাকা মহাসড়কে ছয়লেনের কাজ আগামী অর্থবছরে

সিলেট-ঢাকা মহাসড়কে ছয়লেনের কাজ আগামী অর্থবছরে
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেছেন, সিলেট-ঢাকা মহাসড়কে ছয় লেনের কাজ শুরু হবে আগামী অর্থ বছরে। এর মধ্যে জরিপ ও জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে। 

শনিবার (১৫ জুন) সকালে সিলেট শহরের রায়নগর নামক স্থানে রাজবাড়িস্থ  সওজ, বিআরটিএ ও বিআরটিসির  গণশুনানী অনুষ্টানে সচিব এ কথাগুলো বলেন। 

তিনি বলেন, সিলেট- ঢাকা মহাসড়ক চারলেন উন্নিত করার লক্ষ্যে যে জরিপ হয়েছিল, এখন তা অনেক পরিবর্তন হয়েছে। চারলেনের সাথে এখন সার্ভিস দুই লেনসহ মহাসড়কটি ছয় লেন করা হবে। পুরনো ঐতিহ্যবাহী বাজারগুলো সংরক্ষনে ফ্লাইওভার নির্মাণ করা হবে। 

তিনি বলেন, এই  ৬লেনের মহাসড়কটি উন্নিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী নিজেই এই প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করেছেন। আগামী অর্থবছরে মহাসড়কটির কাজ শুরু হবে। এর আগে জমি অধিগ্রহণ নিয়ে যে জটিলতা আছে, সেটি সমাধান করা হবে। 

সিলেট জোন অফিস চত্বরের গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্বকালে সচিব নজরুল ইসলাম সিলেটকে উন্নয়নের লক্ষ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। 

তিনি বলেন, রাস্তার চলাচলকারী বাসে যাত্রীরা ভালো সুযোগ-সুবিধা পান না বলেই তারা বিআরটিসি বাসের দাবি জানিয়ে আসছিল। সাধারণ যাত্রী দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালু করা হয়েছে। তা বন্ধ করার কোন সুযোগ বা যৌক্তিকতা নেই। যাত্রীদের চাহিদা থাকলে বাসের সংখ্যাও বাড়বে। 

গনশুনানী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সওজ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, সিলেট জোন বিআরটিএ ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গদের  সাথে খোলামেলা মতবিনিময় হয়। 

উপরে