শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 June, 2019 01:44

সকল রেল আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী: রেলমন্ত্রী

সকল রেল আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী: রেলমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন সমস্ত রেলকে আধুনিকায়নের জন্য। কারণ রেল এমন একটি বাহন পৃথিবীতে দেখবেন যে দেশ যত উন্নত, সে দেশের রেল ততো উন্নত। রেলকে যত জনগনের পরিবহন সেবায় আমরা বানিজ্য-ব্যবসা -বানিজ্যে যত বেশি ব্যবহার করতে পারবো, আমাদের রাস্তা ততো নিরাপদ হতে পারবো। 

বুধবার (২৬ জুন) সকালে সিলেটে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে আসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেলমন্ত্রী ও বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী। এই সময় উপস্থিতি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি এই কথাগুলো বলেন। 

তিনি বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ২০১১সাল থেকে দেশের সমস্ত রেলকে আস্তে আস্তে করে তদন্ত করছে । আখাউড়া থেকে সিলেট এ পথে (প্রায় ১৩৫ কিলোমিটার পথে)  প্রায় ১৬হাজার কোটি টাকা  এই প্রকল্পে ব্যয় হবে । প্রত্যেকটি ব্রীজ, প্রত্যেকটি বড় বড় কালভার্ট, ছোট ছোট কালভার্ট ও ব্রীজ নতুন করে করা হবে । তাছাড়া বর্তমান যে লাইন আছে, এটা তুলে ফেলে এর উপরে দুই লাইনে ডুয়েল গেজ বসানো হবে এবং আমরা আশা করছি, আমাদের রেল ব্যবস্থাকে নিরাপদ করা। 

রেল দুর্ঘটনা প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকেই যেন সচেতন হয় ।  যাতে  ট্রেনেও অতিরিক্ত যাত্রী এবং রেলের ছাদে যাত্রী না উঠা । না হলে এই ধরনের ঝুঁকিপূর্ণ থেকে যাই। ঝুঁকিপূর্ণ যাত্রা যেন আমাদের যাত্রী জনসাধারন না করে এবং একী সঙ্গে রেল যাতে আরও আরামদায়ক, নিরাপদ ও সাশ্রয়ীভাবে এদেশের জনগণ সেবা গ্রহণ করে ।

মন্ত্রী আরো বলেন, যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে মন্ত্রণালয় থেকে ১০হাজার টাকা করে সহযোগীতা দিয়েছি এবং যারা নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা রেলের পক্ষ থেকে ১লাখ টাকা করে সহযোগীতা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এক বার্তায় দিয়েছেন, যারা নিহত ও আহত হয়েছেন তাদের আর্থিক সহযোগীতা আরও বেশি প্রয়োজন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই সহযোগীতা করা হবে।

তিনি আরও বলেন, রেল দুর্ঘটনায় আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেল বিভাগের পক্ষ থেকে খুবই ইতিবাচক রিপোর্ট নিয়েছি । রেলের যে দুর্ঘটনা হল এটির কারণ এখনো পাইনি । তদন্ত রিপোর্ট পাওয়ার পরে রেল বিভাগের কারও কোন যদি গাফলাতি থাকে, কোন ধরনের নিজেদের তথ্য প্রকাশে ত্রুটি থাকে, অবহেলা থাকে, আমরা অবশ্যই মন্ত্রণালয়ে পক্ষ থেকে তাদের বিরুদ্ধে  প্রশাসনিক ও আমাদের যা যা প্রয়োজন সেই ব্যবস্থাও গ্রহণ করবো । 

এদিকে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দীর্ঘ দিন ধরে অবহেলিত ছিল রেল বিভাগ । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রেলপথের উন্নয়নের হাত দিয়েছেন । ঢাকা-সিলেট রেল পথে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত হয়েছে । আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত করতে ইতিমধ্যেই একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের(একনেক) নির্বাহী কমিটি অনুমোদন করেছে । তা দ্রুত বাস্তবায়নের কাজ চলছে । 

তিনি আরও বলেন, বন্যপ্রাণীদের রক্ষার্থে বনের ভেতর দিয়ে তৈরি হওয়া সড়ক ও রেলপথে পাশে বেষ্টনী গড়ে তোলা হবে ।  রেল দুর্ঘটনায় আহতদের দেখতে এসে দুই মন্ত্রী পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার বরমচালের  ভেঙে যাওয়া বড়ছড়া সেতুটি । 

এই সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. মাহবুবুল হকসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 

প্রসঙ্গত, গত রোববার (২৩জুন) মধ্যরাত ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালের বড়ছড়া সেতু ভেঙে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । এতে অনেকের প্রাণহানিসহ অর্ধশতাধিক যাত্রীরা আহত হন । এ সময় ট্রেনটির পাঁচটি বগি খাদে ছিটকে পরে যায় । বিছিন্ন হয়ে  যায় সিলেটে সাথে বাংলাদেশের রেল পথের যোগাযোগ ব্যবস্থা প্রায় ২২ঘন্টা ব্যাপী । 

উপরে