শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 August, 2019 01:08

তিন খুনের মামলায় চার জনের যাবজ্জীবন

তিন খুনের মামলায় চার জনের যাবজ্জীবন
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

সিলেটে বহুল আলোচিত তিন খুনের হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদনাড প্রদান করেছে আদালত । দীর্ঘ ২১বছর পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পৃথকভাবে হত্যা মামলার রায়টি প্রদান করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। 

বৃহস্পতিবার (২২আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে পুরান পাথাড়িয়া গ্রামের তিন খুনের ঘটনায় চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে অনাদায়ে দশ হাজার টাকা জরিমানাসহ আরও দুই বছরের কারাদন্ড দেয় আদালত।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলো-  মৃত হেলিম উল্লাহর পুত্র আলী মোহাম্মদ, পুরান পাথাড়িয়া গ্রামের ইসমাইলের পুত্র করম আলী, মৃত সঞ্জব আলীর পুত্র তুরাব আলী ও আব্দুল হাশিমের পুত্র সুরুজ আলী।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮সালে ১৯সেপ্টেম্বর মাসে হবিগঞ্জ জেলায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে শাহেদ আলী আর আলী আহম্মদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে । সংঘর্ষে সামছুল হক, আফিল উদ্দিন ও নুর মোহাম্মদ নিহত হয় । আর এতে উভয়পক্ষের নারীসহ শতাধিক ব্যক্তি আহত হয় । এ ঘটনায় নিহত নুর মোহাম্মদের ভ্রাতা আলী আহম্মদ বাদী হয়ে ১শ’ ৩০জনকে আসামী করে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন । 

এ ঘটনায় ১৯৯৯সালের ১১আগস্ট হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন বানিয়াচং থানার এসআই অমরেন্দ্র বিশ্বাস । মামলায় ১১জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে একজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ প্রদান করে বাঁকি আসামীদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেখসুর খালাস প্রদান করেন হবিগঞ্জ বিজ্ঞ আদালত । 

একই ঘটনায় অপর দুই জনের নিহতদের স্বজন আতিকুন্নেছা ঘটনার দিন বাদী হয়ে ৬২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন । মামলায় ওই সময় এসআই অমরেন্দ্র বিশ্বাস ১১আগস্ট অভিযোগপত্র দাখিল করলে নয় জনের স্বাক্ষ্যগ্রহণ করে আদালত । পরে বিজ্ঞ আদালত আসামী তুরাব আলী, আলী মোহাম্মদ ও সুরুজ আলীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন । হবিগঞ্জে আলোচিত দুইটি হত্যা মামলায় প্রায় ২শ’ জন আসামী ছিলো বলে নিশ্চিত করে আদালত পরিদর্শক মো. আল আমিন । 

পরে উপস্থিতি দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়। 

উপরে