খুলনায় ক্যাশ অফিসারদের প্রথম বছর পূর্তি উদযাপন করল নীল দল
স্বাধীনতার পক্ষের শক্তি নীল দল, বাংলাদেশ ব্যাংক, খুলনার উদ্যোগে কেক কেটে ক্যাশ অফিসারদের যোগদানের একবছর পূর্তি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বাংলাদেশ ব্যাংক, খুলনার সভাপতি এবং অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এর কার্যকরী সভাপতি মো. রিয়াজুল হক।
বিশেষ এই আয়োজনে বক্তব্য রাখেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের উপ-প্রধান উপদেষ্টা মীর শামসুর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের কোষাধ্যক্ষ সৈয়দ সোহেল রানা, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক শাহজাদা সবুজ, সিবিএ'র সভাপতি তানভীর ইসলাম রাজু, বানিয়াখামার কল্যাণ সমিতির সভাপতি মোল্লা আল মাহমুদ এবং ক্যাশ অফিসারদের মধ্যে আজিম চৌধুরী, বেনজির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ক্যাশ অফিসাররা গত এক বছরে তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন সময়ে পাশে থাকার জন্য নীল দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা নীল দলের অবস্থান তুলে ধরেন এবং ক্যাশ অফিসাররাও নীল দলের প্রতি একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংক কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক টুটুল হোসেন মল্লিক।
নীল দলের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি মোঃ রিয়াজুল হক নবনিযুক্ত কর্মকর্তাদের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।