শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 September, 2019 23:50

সিলেট থেকেই যাত্রা শুরু এরশাদ পুত্রের রাজনীতি

সিলেট থেকেই যাত্রা শুরু এরশাদ পুত্রের রাজনীতি
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মোহাম্মদ এরশাদ প্রয়াত হওয়ার পর প্রথমবার পিতাকে অনুসরণ করে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন পুত্র সাদ এরশাদ। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই সিলেটের জাতীয় পার্টির নেতাকর্মীরা নানা রঙের ফুল দিয়ে স্বাগত জানান সাদকে। 

পরে বিমানবন্দর থেকেই কেন্দ্রিয় নেতা কর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করে মরহুম পিতার আত্মার মাগফেরাত দোয়া কামনা করেন  রংপুর -৩ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাদ এরশাদ। 

এরপর মাজার প্রাঙ্গণ থেকেই পিতার রেখে যাওয়া দীর্ঘ দিনের  রাজনীতির নির্বাচনী কার্যক্রম শুরু করেন এরশাদ পুত্র। এসময় জন্মদাতা পিতার শূণ্যতা তুলে ধরে সাদ এরশাদ বলেন, বাবার সঙ্গে বেশ কয়েকবার সিলেটে এসেছি। এই প্রথমবার বাবাকে ছাড়াই সিলেট সফর করতে আসলাম। মাজারে বাবার জন্য দোয়া চেয়েছি । সবাই বাবার জন্য দোয়া করবেন।

বেঁচে থাকা অবস্থায় সিলেটের প্রতি অন্যরকম টান ছিলো বাবার- এ কথা বলেই  আবেগে কাঁদতে থাকেন  এরশাদ পুত্র সাদ এরশাদ। 

এ সময় সফরসঙ্গী ছিলো সাদের সহধর্মিনী মাহিমা এরশাদ, প্রেসিডিয়াম সদস্য এস. এম ফয়সল চিশতী, সফিকুর ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সিনিয়র যুগ্ম মহাসিচব ও স্বেচ্ছাসেবক  পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপি, যুগ্ম মহাসচিব ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, যুব সংহতির সাধারন সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মো. বেলাল হোসেন, জাপার কেন্দ্রীয় যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপ্ন, কেন্দ্রীয় নেতা গোলাম হুমায়ুন কবির মীর, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তফা মাসুদুজ্জামান খাসসহ আরও বিশজন নেতাকর্মী।

পরে তিনি দুই মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন।

উপরে