ঢাকার বাতাসে বিষ
Photo by INDROJIT GHOSH for The New York Mail
বিষাক্ত ধুলার নগরী ঢাকা। নিশ্বাসের সাথে মানবদেহে ঢুকে শ্বাসকষ্ট, হাঁপানি ও শ্বাসতন্ত্রের সংক্রমণ এমনকি ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধু রাস্তা নয়-বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও খেলার মাঠেও ভর করছে বাতাসে ভেসে বেড়ানো অতি ক্ষুদ্র এই বিষাক্ত বস্তুকণা। যত্রতত্র খোঁড়াখুঁড়ির কারণে ধুলার মাত্রা বাড়লেও অসহনীয় ধুলা কমাতে পানি ছিটায় না সিটি করপোরেশন।